নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন দেশটিতে ইসলামবিরোধী হিসেবে সুপরিচিত নেতা গ্রিট ওয়াইল্ডার। জানা গেছে, ইতিমধ্যে প্রায় সকল ভোট গণনা সম্পন্ন হয়েছে। এরপরেই গ্রিট ওয়াইল্ডার জয়ের আভাস স্পষ্ট হয়ে উঠেছে। খবর বিবিসির।
দেশটির নির্বাচনে বুথ ফেরত জরিপে বলা হয়েছে, ২৫ বছর যাবত সংসদে থাকা ফ্রিডম পার্টি ৩৭টি আসনে জয়ের পথে আছে। অন্যদিকে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী জোটের চেয়ে ফ্রিডম পার্টি অনেক এগিয়ে আছে। গ্রিট ওয়াইল্ডার বলেছেন, ‘ফ্রিডম পার্টিকে অবহেলা নয়, আমরাই দেশ চালাবো।
এবারের পার্লামেন্টে ৩০০টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পায়নি। সরকার গঠন করতে হলে ৭৬টি আসনের প্রয়োজন। সেইজন্য ফ্রিডম পার্টিকে অবশ্যই জোট সরকার গঠন করতে হবে। ফ্রিডম পার্টির পরে যে তিনটি বড় দলের অবস্থান রয়েছে তারা এরই মধ্যে ওয়াইল্ডারের নেতৃত্বে সরকারে যোগ না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে।
উল্লেখ্য, নির্বাচনে তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা বড় দু’টি দলের সমর্থনে চেষ্টা করবে ফ্রিডম পার্টি। নির্বাচনে তৃতীয় অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে দিলান ইয়েসিলগোজ-এর নেতৃত্বে মধ্য-ডানপন্থী দল এবং চতুর্থ স্থানে থাকেবে পিটার ওমটজিগট-এর নতুন রাজনৈতিক দল।
বিডি-প্রতিদিন/শফিক