ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী কাতার ঘোষণা করেছে, শুক্রবার সকাল থেকে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে।
জিম্মিদের প্রথম দলটি বিকালে মুক্তি পাবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, যেসব জিম্মি একই পরিবারের, তাদের একই একত্রিত করা হবে। স্পষ্টতই প্রতিদিন বেশ কয়েকটি বেসামরিক নাগরিক অন্তর্ভুক্ত। চার দিনের মধ্যে মোট ৫০ জনকে মুক্তি দেওয়া হবে।
আল-আনসারি বলেন, নিরাপত্তাজনিত কারণে কোন পথে বন্দীদের গাজা থেকে বের করে আনা হবে সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করতে পারবেন না। তিনি সাংবাদিকদের বলেন, এখানে আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিরাপত্তা।
বিডিপ্রতিদিন/কবিরুল