যুদ্ধবিরতি মধ্যে নিজ বাড়ি ফেরার চেষ্টাকারী ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
মিডল ইস্ট আই-এর মাহা হুসেইনি গাজায় সরেজমিনে অবস্থান করছেন। তিনি জানান, চার দিনের যুদ্ধবিরতির সময় ফিলিস্তিনিদের বাড়ি ফিরতে বাধা দিতে ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।
হুসেইনি বলেন, বিরতি কার্যকর হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর মধ্য গাজার মাগাজির পূর্বে ফিলিস্তিনিদের বাড়ি ফেরার চেষ্টারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে।
তিনি বলেন, আমি আমাদের আশ্রয়ের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি এবং আমি পূর্বদিকে ইসরায়েলি বন্দুকের শব্দ শুনতে পাচ্ছি।
এদিকে ইসরায়েলি বাহিনী লিফলেট বিতরণ করছে দক্ষিণ গাজা থেকে মানুষ যেন উত্তর গাজায় না ফেরে।
বিডিপ্রতিদিন/কবিরুল