ইসরায়েল বলছে, হামাসের কাছে থাকা বন্দীদের ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি তারা সম্পন্ন করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মুক্তিপাওয়া বন্দীদের প্রাথমিক অভ্যর্থনার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা ও সহায়তাসহ বেশ কয়েকটি স্থান প্রস্তুত করা হয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক সংবর্ধনা ও চিকিৎসার পর মুক্তি পাওয়া জিম্মিদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের পরিবারের সঙ্গে মিলিত করা হবে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, মেডিকেল টিম এবং সৈন্যদের নিয়ে চারটি হেলিকপ্টারকে বন্দীদের অভ্যর্থনার পরে তাদের ফিরিয়ে আনার কাজ সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হবে।
দেড় মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলার পর আজ শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় এ যুদ্ধবিরতি শুরু হয়। স্থানীয় সময় বিকেল চারটায় প্রথম ধাপে ১৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস।
বিডিপ্রতিদিন/কবিরুল