লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গাজায় যুদ্ধ বিরতির পাশাপাশি দেশটির দক্ষিণ সীমান্তে ‘অনিশ্চিত শান্তি’ ফিরেছে।
গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে প্রাণঘাতী গুলি বিনিময় হয়েছে। যার মধ্যে মূলত ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের পাশাপাশি ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপও জড়িত।
গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ছয় ঘণ্টা পর ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র এএফপিকে বলেন, লেবানন সীমান্তে এখন পর্যন্ত কোনো ঘটনা বা গোলাবর্ষণের ঘটনা ঘটেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল