ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া শুক্রবার রেকর্ডকৃত এক বার্তায় বলেছেন, ইসরায়েল যতক্ষণ প্রতিশ্রুতিবদ্ধ তারাও যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিতে ততক্ষণ প্রতিশ্রুতিবদ্ধ।
যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সময় গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের পর এ মন্তব্য করেন তিনি।
হানিয়া আরও বলেন, গাজার মহান মানুষেরা দৃঢ়তার কিংবদন্তি মহাকাব্য লিখেছে এবং আমাদের মুজাহিদরা শত্রুর ক্ষতকে আরও গভীর করেছে। বীরত্ব ও মুক্তির একটি অভূতপূর্ব মডেল উপস্থাপন করেছে তারা।
তিনি বলেন, আমরা অত্যন্ত গর্বের সাথে দখলদারিত্বের মোকাবিলা করতে সক্ষম হয়েছি এবং তাদের ইচ্ছাশক্তি ভঙ্গ করতে পেরেছি। তাদের পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম হয়েছি। স্বাধীনতা, মুক্তি ও স্বাধীনতার মূল্য হলো শাহাদাৎবরণ।
বিডিপ্রতিদিন/কবিরুল