মিয়ানমারের মধ্যাঞ্চলের উত্তর ও দক্ষিণে বিশেষ করে মাদায়া ও মাইনজিয়ান শহরে শুরু হওয়া গেরিলা হামলায় জান্তা পোস্টলক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিরোধ বাহিনী।
স্থানীয় গেরিলা যোদ্ধাদের ভাষ্য মতে, মান্দালয় অঞ্চলের পশ্চিম মাদায়া টাউনশিপে অবস্থিত গ্রামটিতে বেশ কয়েকটি বাড়িঘর জ্বালিয়ে দেয় সেনাবাহিনী। প্রতিরোধ মূলক হামলার পর জান্তা সৈন্যরা এই প্রতিশোধ হিসেবে এটা করে।
এদিকে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, ভ্রমণ বিঘ্ন হচ্ছে। মিয়ানমারের চারপাশে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে সফরকারীদের কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে। ছড়িয়ে পড়া সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ সড়কপথগুলো। দেশের কিছু অংশে ভ্রমণ ক্রমবর্ধমান কঠিন এবং ব্যয়বহুল হয়ে উঠেছে। মিয়ানমার নাউ
বিডিপ্রতিদিন/কবিরুল