ফিলিস্তিনের গাজায় চার দিনের যুদ্ধবিরতি সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরে আগের মতোই অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’র প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী আল-বিরেহ এলাকায় অভিযান চালিয়েছে। সেখানে তারা শহরের জাবাল আল-তাবিল আশেপাশের বাড়িতে জোর করে ঢুকে অভিযান চালিয়েছে।
আল-বালো’র আশেপাশেও গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
ইসরায়েলি বাহিনী জেরিকোর কাছে আকাবাত জাবের ক্যাম্পেও অভিযান চালিয়েছে। আল জাজিরা এ সংক্রান্ত একটি যাচাই করে সত্যতা পেয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ২২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলি বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন আরও সাতজন ফিলিস্তিনি।
অন্যদিকে, ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস বোমা হামলায় ১৪ হাজার আট শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১০ হাজারের বেশি শিশু ও নারী। আহত হয়েছেন আরো ৩০ হাজারের বেশি মানুষ।
বিডি প্রতিদিন/আজাদ