সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশের গৃহযুদ্ধের উত্তাপ কমে আসার সময় সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হাতছাড়া করেছেন। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এই মন্তব্য করেছেন।
দোহার এক সম্মেলনে সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপোরের সঙ্গে আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী বলেন, যখন যুদ্ধ কিছুটা স্থিমিত ছিল, তখন আসাদের উচিত ছিল জনগণের সঙ্গে যুক্ত হয়ে সম্পর্ক পুনর্গঠন করা। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা শরণার্থীদের ফিরিয় আনার বা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখিনি।
বিদ্রোহীদের দ্রুত অগ্রগতিতে বিস্ময়
সিরিয়ার বিদ্রোহী বাহিনী বর্তমানে দেশটির উত্তর এবং দক্ষিণ অঞ্চল দিয়ে দ্রুত রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে। গত ১০ দিনে বিদ্রোহীরা আসাদের নিয়ন্ত্রণে থাকা অন্তত চারটি শহর দখল করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসী বিদ্রোহীদের এই দ্রুত অগ্রগতি দেখে বিস্মিত। তারা কীভাবে এত দ্রুত এগোচ্ছে তা নিয়ে আলোচনা হচ্ছে।
সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আল থানি বলেন, আমাদের আশঙ্কা এই সংঘাত আবার পুরোনো সহিংসতা এবং গৃহযুদ্ধের চক্রে ফিরে যেতে পারে। এটি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে।
তিনি বলেন, যদি এ সমস্যার জন্য রাজনৈতিক কাঠামো তৈরি করা না হয়, তাহলে এটি দেশটির অবশিষ্ট অংশকেও ধ্বংস করে দেবে। এই সংকটের টেকসই সমাধানের জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন। সিরিয়ার সংকট সমাধানে আল থানি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল