মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পেরুর একাধিক শহরে জরুরি অবস্থা, নিহত ৪২

পেরুতে সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র হচ্ছে। প্রেসিডেন্ট দিনা বিরোধী আন্দোলনে নাম জড়িয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট পেদ্রো কাসতিলোকেরও। কাসতিলো সমর্থকদের দাবি পদ থেকে সরানো হোক প্রেসিডেন্ট দিনা বোলার্তেকে।

গত ডিসেম্বর মাস থেকেই সরকার-বিরোধী গণআন্দোলন শুরু হয় পেরুতে। সেসময় দুর্নীতির অভিযোগ গদিচ্যুত করা হয় তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাসতিলোকে। এবার বর্তমান প্রেসিডেন্ট দিনা বোলার্তের বিরুদ্ধে বিক্ষোভে সরব গোটা দেশ। ইতোমধ্যে পেরুতে প্রাণ গিয়েছে ৪২ জনের। পাশাপাশি নতুন করে নির্বাচনেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা। গতকাল থেকেই দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। রাজধানী লিমা-সহ পেরুর একাধিক শহরে জারি করা হয়েছে বিভিন্ন নিষেধাজ্ঞা। সাধারণ মানুষের গতিবিধি থেকে শুরু করে নিয়ন্ত্রণ করা হচ্ছে জমায়েতও। এছাড়াও আন্দোলন দমাতে জারি করা হয়েছে নানা নিষেধাজ্ঞা।

সর্বশেষ খবর