পাকিস্তানে ভয়াবহ বন্যায় ২৩ আগস্ট থেকে এ পর্যন্ত ২ হাজার ২০০ গ্রামের ২০ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। এদিকে পাঞ্জাব থেকে নেমে আসা বিপুল পরিমাণ পানিতে এবার সিন্ধুও ‘ভয়াবহ বন্যার’ কবলে পড়তে যাচ্ছে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। পাঞ্জাবে অভাবনীয় মাত্রার উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে বলে জানিয়েছে ডন। রবিবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক সাম্প্রতিক বৃষ্টি-বন্যায় পাকিস্তানজুড়ে ৮৫০ জনের মৃত্যু এবং ১ হাজার ১৫০-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন।
ভারতের মধ্যপ্রদেশ ও হিমাচলের অনেক এলাকায় তুমুল বৃষ্টিপাতের কারণে পাকিস্তানে আরও পানি ঢুকতে পারে শঙ্কায় পূর্বাঞ্চলীয় প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) তাদের সতর্কবার্তায় পরবর্তী ৪৮ ঘণ্টাকে বেশ ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়েছেন। কর্মকর্তারা বলছেন, ভারত যদি অতিরিক্ত ৩ লাখ কিউসেক পানি সুতলেজে ছাড়ে তাহলে লাহোর এবং আশপাশ এলাকাগুলো ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে।
এরই মধ্যে মুলতান রোডের মোলানওয়ালের মতো এলাকাগুলো প্লাবিত হয়ে আবাসিক বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় জরুরি ভিত্তিতে মানুষকে সরিয়ে নিতে হয়েছে। সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ সাবধান করে বলেছেন, পানি প্রায় ১০ লাখ কিউসেকের কাছাকাছি পৌঁছালে তা তার প্রদেশের বাঁধগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে, তলিয়ে যেতে পারে বিপুল পরিমাণ ভূমি, ঝুঁকিতে ফেলতে পারে ২ লাখের বেশি মানুষকে। গত সপ্তাহজুড়ে বৃষ্টিতে পাঞ্জাব দিয়ে প্রবাহিত তিনটি প্রধান নদী ফুঁসে উঠে মূলত তীরের কাছাকাছি গ্রামাঞ্চল ভাসিয়েছে। টানা বর্ষণে তলিয়েছে লাহোরের একাধিক এলাকাসহ বিভিন্ন শহরাঞ্চলও। বৃষ্টির ওপর দক্ষিণ এশিয়াজুড়েই কৃষক নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তন এ বৃষ্টিকেই প্রাণঘাতী বিপদে পরিণত করেছে। -ডন
পাকিস্তানজুড়ে এবারের বর্ষায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যা জুন থেকে এ পর্যন্ত ৮৫০ জনের বেশি প্রাণ কেড়ে নিয়েছে। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক ইরফান আলি কাঠিয়া গণমাধ্যমকে বলেছেন, ভারতের বাঁধগুলো থেকে পানি ছাড়ার বিষয়টি বেশ স্পর্শকাতর এবং সংশ্লিষ্ট সব বিভাগ সতর্কাবস্থায় রয়েছে। সিন্ধু পানি কমিশন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সব বিভাগ সক্রিয় রয়েছে জানিয়ে তিনি বলেন, সুতলেজ নদ নিয়ে ভারতীয় কমিশনের সঙ্গে পাকিস্তানি কর্মকর্তাদের কথা হয়েছে।