বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নড়াইলে আওয়ামী লীগ নেতা খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

নড়াইলের ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় হানু (৪৬) দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন। গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত প্রভাষ রায় নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের মিরপাড়া গ্রামের মৃত রতন রায়ের ছেলে। ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুজ্জামান জানান, প্রভাষ রায় ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাষ রায় দলীয় চেয়ারম্যান প্রার্থী আবেদুর রহমানের পক্ষে কাজ করেছিলেন। কিন্তু ওই নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী শহীদ জয়ী হন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রভাষ রায় মিরপাড়া বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৩/৪ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯.৪৫ মিনিটে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের ডাক্তার আবদুর রশিদ বলেন, নিহত প্রভাষ রায়ের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুর রহমান ও তার ছেলে আশিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর