চট্টগ্রাম নগরের মাদক আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে গড়ে উঠছে সামাজিক, সাংস্কৃতিক কেন্দ্র ও ধর্মীয় প্রতিষ্ঠান। এসব সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বিতরণ করা হবে জ্ঞানের আলো— এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নগরের সদরঘাট থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘বরিশাল কলোনিতে এখন আর মাদক বিক্রি হয় না। পুলিশের টানা অভিযানে পালিয়েছেন মাদক ব্যবসায়ীরা। এ কলোনিতে এখন থেকে মাদকের পরিবর্তে জ্ঞান বিতরণ হবে। তাই স্থাপন করা হচ্ছে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান।’ বরিশাল রেলওয়ে কলোনি সমাজকল্যাণ পরিষদের সভাপতি জহির উদ্দিন আহমদ বলেন, ‘বরিশাল কলোনি থেকে একসময় নগরের মাদক ব্যবসা নিয়ন্ত্রিত হতো। সেই চিত্র পাল্টে গেছে। এলাকাবাসীর সহায়তায় পুলিশের একের পর এক অভিযানে পালিয়েছেন মাদক ব্যবসায়ীরা। সেখানে এখন মাদ্রাসা তৈরির কাজ চলছে। এ ছাড়া এলাকাবাসীর উদ্যোগে সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে।’ জানা যায়, তিন দশক আগে নগরের সদরঘাটের বরিশাল কলোনিতে গড়ে ওঠে মাদকের আখড়া। পরে তা নগরের অন্যতম মাদক আখড়ায় পরিণত হয়। এই কলোনি থেকেই নগরের সিংহভাগ মাদক সরবরাহ হতো। আলোচিত এ মাদক আখড়া নিয়ন্ত্রণ করত মাদকের ১০ গডফাদার। তাদের অধীনে ছিল ২ শতাধিক ‘মাদককর্মী’। বরিশাল কলোনির ভিতরে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ছোট ছোট যেসব সপট ছিল সেগুলোকে ‘গিরা’ বলা হতো। কলোনির ভিতরে মালী কলোনির ৮ নম্বর ব্লকে টিটির গিরা নামে একটি স্পট আছে যা মাদক ব্যবসায়ীদের অফিসকক্ষ হিসেবে ব্যবহূত হতো। এ ছাড়া নাজমার গিরা, স্বপন বড়ুয়ার গিরা, ডান্ডির গিরা, হালিম সাহেবের গিরা নামে আরও কয়েকটি স্পট ছিল। এসব গিরার অনেকটায় খোলামেলাভাবেই ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও হেরোইন বিক্রি হতো। এ বছরের শুরুতে এই মাদক আখড়া উচ্ছেদের উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পর থেকে একের পর এক অভিযান চালানো হয়। গত নয় মাসে দেড় শতাধিক অভিযানে ভেঙে পড়ে আখড়ার চেইন অব কমান্ড। গ্রেফতার করা হয় শতাধিক মাদক ব্যবসায়ীকে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হন কয়েক ব্যবসায়ী। এই মাদক আখড়ায় সবচেয়ে বড় স্পটে ১৪ সেপ্টেম্বর স্থাপন করা হয় একটি মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর। একই সঙ্গে অন্যান্য গিরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। উচ্ছেদ হওয়া আখড়া ফের কেউ যেন প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য ওই এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশ বিট। একইসঙ্গে জোরদার করা হয়েছে টহল।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ