রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
জাতিসংঘে সভা

গ্রিন হাউস গ্যাস বন্ধে ব্যবস্থা চায় বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদ আয়োজিত ‘সকলের জন্য জলবায়ু ও টেকসই উন্নয়ন’ শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভায় বাংলাদেশ দ্রুততার সঙ্গে গ্রিন হাউস গ্যাস উদগিরণ বন্ধে ব্যবস্থা চেয়েছে। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোকে ২০২০ সালের মধ্যে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার  তহবিল সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ২০১৯-এর মধ্যে গ্রিন ক্লাইমেট ফান্ড অবশ্যই পুনর্ভরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। খবর : এনআরবি নিউজ’র। গত শুক্রবার অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ দাবি জানান। তিনি উল্লেখ করেন, আর্থিক তহবিল সরবরাহ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নাজুক উন্নয়নশীল দেশসমূহের অভিযোজন প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পাশে দাঁড়াতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলো সক্ষমতা বিনির্মাণ করতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি উল্লেখ করে শাহরিয়ার বলেন, বাংলাদেশ কখনোই উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য কার্বনের মাথাপিছু উদগীরণ অতিক্রম করবে না। তিনি জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তির প্রতি শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, শান্তিরক্ষা কার্যক্রম শক্তিশালীকরণের চলমান পদক্ষেপের অংশ হিসেবে এবং জাতিসংঘ মহাসচিবের অ্যাকশান ফর পিসকিপিং ইনিশিয়েটিভ, ২০১৪ সালে নিউইয়র্কস্থ পিসকিপিং মিনিস্ট্রিয়াল, ২০১৫ সালে নিউইয়র্কে, ২০১৬ তে প্যারিসে এবং ২০১৭তে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত দ্য লিডার সামিট অন পিসকিপিং অনুযায়ী জাতিসংঘ এই মন্ত্রী পর্যায়ের সভার আহ্বান করে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস  উদ্বোধনী ভাষণ দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল এ সভায় যোগ দেন।

 

সর্বশেষ খবর