খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর শুধু ধর্মীয় দলগুলো নয়, অধিকাংশ দলই বিশ্রামে আছে। স্থবির হয়ে পড়েছে রাজনৈতিক কর্মকাণ্ড। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন তিনি। ইসলামী দলগুলো কেন এক প্ল্যাটফরমে আসতে পারছে না- জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা হাসানাত আমিনী বলেন, ইস্যুভিত্তিক আন্দোলনে ইসলামী দলগুলো এক প্ল্যাটফরমে আন্দোলন করেছে এবং সাফল্যও পেয়েছে। তবে নানা হিসাব-নিকাশের কারণেই হয়তো ভোটের রাজনীতিতে তারা এক প্ল্যাটফরমে আসতে পারছে না। গত নির্বাচনের আগে আমরাও চেষ্টা করেছিলাম। তেমন সাড়া পাইনি। আশা করি, ভবিষ্যতে ইসলামী দলগুলো আবারও এক ছাতার নিচে একত্র হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী সেক্রেটারি মাওলানা হাসানাত আমিনী বলেন, আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে। মহাজোটের শরিক জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের অভিনয় করছে। বিএনপি ও ঐক্যফ্রন্ট আন্দোলন-সংগ্রামে কোথাও নেই। ২০-দলীয় জোট মৃতপ্রায়। সরকারের ওপর কার্যত তেমন কোনো চাপও নেই। সেই দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক পরিস্থিতি শান্তই মনে হচ্ছে। তবে এটা এমন দেশ পরিস্থিতি কখন কোন দিকে রূপ নেয়, তা নির্ণয় করা বেশ কঠিন। সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মরহুম মুফতি আমিনীর ছেলে মাওলানা হাসানাত বলেন, নির্বাচনের পর দলের স্বাভাবিক কার্যক্রম চলছে। একটি উন্নত ও আদর্শ রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ৩০ ডিসেম্বরের ভোট প্রসঙ্গে তিনি বলেন, সব দল অংশ নেওয়ায় নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। অনিয়মের অভিযোগের পাল্লাও কম ভারী নয়। তাই এ নির্বাচনকে অংশগ্রহণমূলক প্রহসনের নির্বাচন বলা যায়। চলমান উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সুধীসমাজ ও ভোটারদের মধ্যে হতাশার সুর পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনে ভোটারদের কম উপস্থিতি ও অনাগ্রহ গোটা নির্বাচনব্যবস্থা নিয়ে আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে। ইসলামী ঐক্যজোট এ নির্বাচনে অংশ নিচ্ছে। অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নিলেও এ নির্বাচন আওয়ামী লীগের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলা যায়। এখানে ক্ষমতাসীন দলের একচেটিয়া প্রভাব পরিলক্ষিত হচ্ছে না। অনেক উপজেলায় বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও জিতেছেন। বিএনপির আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনে অংশ নেওয়ার দরকার ছিল। নির্বাচন বর্জন করে কার্যত বিএনপির লাভের চেয়ে ক্ষতিই বেশি হলো। আরেকটি বিষয় লক্ষণীয়, বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান বিশাল নয়।
শিরোনাম
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
দলগুলো এখন বিশ্রামে আছে
হাসানাত আমিনী, আমির, খেলাফতে ইসলামী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
৫৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
৫৪ মিনিট আগে | রাজনীতি