বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

পোশাক কারখানায় ২২ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার

গবেষণা প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

শুধুমাত্র তৈরি পোশাক কারখানায় শতকরা ২২ দশমিক ৪ শতাংশ নারী শ্রমিক যৌন হয়রানির শিকার হয় বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং কর্মজীবী নারী আয়োজিত ‘তৈরি পোশাক শিল্প কারখানায় নারী শ্রমিকদের যৌন হয়রানি : সংগ্রাম ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গবেষণাটি ঢাকার মিরপুর, চট্টগ্রামের পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী রোডে অবস্থিত ২৭টি পোশাক কারখানায় পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মক্ষেত্রে যৌন হয়রানি হওয়ার কারণ হলো অপরাধের কোনোরকম শাস্তি না হওয়া, যৌন হয়রানিকে কোনো অপরাধ বলে মনে না করা, মধ্যরাত পর্যন্ত ওভার টাইম করানো, সামাজিক কারণ হিসেবে মনে করে নারীরা দুর্বল, নারীরা প্রতিবাদ করে না ইত্যাদি কারণেই যৌন হয়রানি হয়ে থাকে। শতকরা ৭৯ দশমিক ৯ জন নারী শ্রমিক এবং শতকরা ৭৯ জন পুরুষ শ্রমিক এ সম্পর্কে জানে না। আলোচনা সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, চাকরি হারানোর ভয়ে নারী শ্রমিকরা যৌন হয়রানি সম্পর্কে অভিযোগ করেন না। এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিকসহ অন্যরা এতে বক্তব্য দেন।

সর্বশেষ খবর