শেষ ধাপের উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কড়াকড়ি অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ। গত চার ধাপ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় দলের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে শিথিলতা দেখিয়েছিল ক্ষমতাসীন দলটি। কিন্তু এই শিথিলতায় কিছু এলাকায় নৌকাবিরোধী অবস্থান নেন দলীয় এমপি-মন্ত্রী ও জেলার শীর্ষ নেতারা। ফলে নৌকার ভরাডুবি হয়। সে কারণে এবার আগে থেকেই দলের বিদ্রোহী প্রার্থী ও তাদের ইন্ধনদাতা এমপি-মন্ত্রী, নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ গণভবনে বসছে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। জানা গেছে, পঞ্চম ধাপে ১৮ জুন ১৬ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে আজ। দলীয় সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী নির্ধারণে গুরুত্ব পাবে প্রার্থীর জনপ্রিয়তা। খতিয়ে দেখা হবে প্রার্থীর পরিবারের রাজনৈতিক ইতিহাস। দলের তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে প্রার্থীর অবস্থানও মূল্যায়ন করা হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রবিবার দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় বগুড়া-৪ সংসদীয় আসনে এবং উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। এতে প্রার্থীর জনপ্রিয়তা ও পারিবারিক গ্রহণযোগ্যতা বিবেচনায় রাখা হবে।’ উপজেলায় শেষ ধাপে বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে এবার যারাই নৌকার বিরোধী প্রার্থী হবেন কিংবা যারাই তাদের ইন্ধন জোগাবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার কাউকে ছাড় দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক পদ তথা প্রাথমিক সদস্য পদও বাতিল করা হবে।’ ইসি সূত্রমতে, এবার শেষ ধাপে যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে, সেগুলো হচ্ছে- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, নারায়ণগঞ্জ বন্দর, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা। তথ্যমতে, নির্বাচনকে সামনে রেখে উপজেলাগুলোতে আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালাচ্ছেন এসব প্রার্থী। এ ছাড়া দলীয় প্রতীক নৌকার প্রার্থিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দলীয় সূত্রমতে, এবার নির্বাচনকে বিতর্কের বাইরে রাখতে চায় আওয়ামী লীগ। এক্ষেত্রে কোনো রকম অরাজকতা বরদাস্ত করবে না কেন্দ্র। গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দিতে কোনো ছাড় দেবে না দল। প্রার্থী মনোনয়নে দলের প্রতি ত্যাগ, রাজনৈতিক ইতিহাস ও তৃণমূলে জনপ্রিয়তা প্রাধান্য দেওয়া হবে বলে একাধিক কেন্দ্রীয় নেতা নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। এ জন্য কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। আবার ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে নিজ দলের ব্যক্তিদের দ্বারা নৌকার বিরোধিতাও মেনে নেওয়া হবে না। যারাই নৌকার বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
দুই দলের রাজনীতি এখন
উপজেলার শেষ ধাপে বিদ্রোহীদের নিয়ে কড়াকড়ি আওয়ামী লীগে
রফিকুল ইসলাম রনি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় জলবায়ু অর্থায়ন ন্যায্যভাবে বণ্টন করতে হবে: পরিবেশ উপদেষ্টা
৩৫ মিনিট আগে | জাতীয়

বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৩৭ মিনিট আগে | দেশগ্রাম

ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম