শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

রুশ ইকোনমিক ব্লকে ঢুকল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার নেতৃত্বাধীন ইউরাশিয়ান ইকোনমিক কমিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করল বাংলাদেশ। গতকাল রাশিয়ার মস্কোতে এই চুক্তিতে সই হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সমঝোতা স্মারকে সই করেন। এর ফলে রুশ নেতৃত্বাধীন এই ইকোনমি কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ এবং শ্রম রপ্তানিসহ ১৮টি বিষয়ে পারস্পরিক সহযোগিতার পথ উন্মুক্ত হলো। অন্যান্য সহযোগিতাগুলো হলো- সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা, কৌশলগত নীতি, কাস্টমস নীতি ও প্রক্রিয়া, শাকসবজি রপ্তানির বাধা দূর করতে স্যানিটারি এবং ফাইটোস্যানিটারি নির্মূলে সহায়তা, আর্থিক বাজার, জ্বালানি নীতি, কৃষি শিল্প প্রতিযোগিতামূলক নীতি, শিল্প, মেধাস্বত্ব, বাণিজ্য ও সেবা খাতে বিনিয়োগ, ভোক্তা অধিকার সংরক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, তথ্য ও প্রযুক্তি সহায়তা, সরকারি ক্রয় প্রক্রিয়া এবং অন্যান্য অর্থনৈতিক। 

সূত্র জানায়, বাণিজ্য ও অর্থনৈতিক খাতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী রাশিয়ান ফেডারেশনের নেতৃত্বাধীন ইকোনমিক কমিশন। কমিশনে রাশিয়া ছাড়াও অন্য সদস্য রাষ্ট্র হচ্ছে বেলারুশ, কাজাখস্তান, আরমেনিয়া এবং কিরগিজস্তান। এর আগে বাংলাদেশকে বাণিজ্যসঙ্গী করার লক্ষ্যে এমওইউর খসড়া প্রণয়ন করে মস্কোর বাংলাদেশ দূতাবাসে পাঠায় ইইউসি। দূতাবাস থেকে প্রস্তাবিত খসড়াটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে ইতিবাচক মতামত দিয়ে তা অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠিয়ে দেন। ইআরডি এ ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার পর সমঝোতা স্মারকটি চূড়ান্ত করতে খসড়াটি বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করে।

 

সর্বশেষ খবর