শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

বুড়িগঙ্গা নদীর তীরের ৯০টি অবৈধ স্থাপনা গতকাল গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ -বাংলাদেশ প্রতিদিন

বুড়িগঙ্গা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে গতকাল শ্মশানঘাট এলাকায় বাধার মুখে পড়েন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। দখলদাররা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানসহ অন্তত ছয়জনকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনজনকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের কারাদ- দেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে অভিযান চালিয়ে ৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নদী রক্ষার চলমান অভিযানের ৪২তম আপনি খামোখা এটা ইনসিস্ট করেছেন। ইনসিস্ট করে লাভ নেই। কারণ, আমরা হচ্ছি সব বকাউল্লাহ আর উনারা হচ্ছেন শোনাউল্লাহ আর এ সংসদ হচ্ছে গরিবুল্লাহ। সে কথাটাই সঠিক হয়, যদি সংসদে নোটিসটি নিয়ে আলোচনাটা না হয়।’ এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘আপনারা শুধু বকাউল্লাহ বকাই নন, আমরা শুধু শোনাউল্লাহ শোনা নই। আপনারা বক্তব্য রাখেন সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেয়। আপনার ৬৮ বিধির নোটিসটি স্পিকারের বিবেচনাধীন আছে, এটা যে বিবেচনা করা হবে না, এমন তো কোনো কথা নেই। বিষয়টি আপনাকে পরে অবহিত করব।’ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ বিষয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে কার্যপ্রণালি বিধির ৬৮-তে দেওয়া নোটিসের জবাব না পেয়ে গতকাল সংসদে ক্ষোভ প্রকাশ করেন মেনন। এ সময় তিনি বলেন, ‘আমি এর আগে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে একটি নোটিস দিয়েছিলাম। সেদিন আপনি (ডেপুটি স্পিকার) বলেছিলেন নোটিসটি স্পিকারের বিবেচনাধীন রয়েছে। আজকে সংসদের শেষ দিন, এটি কার্যতালিকায় আসেনি। এটা বাতিল করা হয়েছে কিনা তাও জানতে পারিনি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর