পঞ্চগড়ে আওয়ামী লীগের তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতারা সবাই দলীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন। ফলে দলীয় কার্যালয়গুলো সবসময় সরগরম। জেলার রাজনীতিতে ভিতরে ত্রিধারার গ্রুপিং থাকলেও তা প্রকাশ্যে দৃশ্যমান নয়। দলের গুরুত্বপূর্ণ পদের নেতারা এখন সরকারি বিভিন্ন পদে। জেলা সভাপতি নুরুল ইসলাম সুজন বর্তমানে রেলমন্ত্রী। সিনিয়র সহ-সভাপতি মোজাহারুল হক প্রধান পঞ্চগড়-১ আসনের এমপি। সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জেলা পরিষদের চেয়ারম্যান। তবে দলের সিনিয়র নেতা-কর্মীরা কোণঠাসা। ত্যাগী নেতা-কর্মীরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নব্য নেতাদের উত্থানের অভিযোগও আছে। জেলা যুবলীগের আহ্বায়ক শহীদুল ইসলাম জানান, পঞ্চগড় আওয়ামী লীগে এখন নব্য আওয়ামী লীগারদের জয়জয়কার। সবাই নিজেদের সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন গ্রুপে যোগ দিচ্ছে। এ রকম চলতে থাকলে আওয়ামী লীগকে খেসারত দিতে হবে। অন্য আরও কয়েকজন নেতা জানান, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যারা জীবনের ঝুঁকি নিয়েছেন, দলে তাদের মূল্যায়ন নেই বললেই চলে। সম্প্রতি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মখলেছার রহমান মৃত্যুবরণ করলে তার জানাজায় রেলমন্ত্রী ও সংসদ সদস্যের অনুপস্থিতিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান বলেন, সম্মেলনের পর জেলা আওয়ামী লীগের মাত্র দুটি সভা হয়েছে।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
আওয়ামী লীগের কার্যালয় সরগরম সবসময়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর