শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

লিট ফেস্টে প্রাণের উচ্ছ্বাস

সাংস্কৃতিক প্রতিবেদক

লিট ফেস্টে প্রাণের উচ্ছ্বাস

আসন্ন ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে হেমন্তেও বৃষ্টির হানা। দিনভর ঝিরিঝিরি বৃষ্টির কারণে সারা দেশের মতো রাজধানীর আকাশেও ছিল বিষাদের ছাপ। তবে সাহিত্যের প্রেমে বৃষ্টি বাধা হয়নি। বাংলা একাডেমিতে চলমান তিন দিনের ‘ঢাকা লিট ফেস্ট ২০১৯’-এর দ্বিতীয় দিনে দেশি-বিদেশি লেখকের সঙ্গে পাঠকদের ব্যাপক সমাগমে মিলনমেলায় পরিণত হয়েছে সাহিত্যের এ উৎসব। স্টলে স্টলে পাঠকের ভিড়, বর্ধমান হাউসের সামনের খোলা চত্বরে আড্ডায় মুখরিত দর্শনার্থী ও পাঠক, সেশন শেষে বিদেশি অতিথিদের পুরো প্রাঙ্গণ ঘুরে বেড়ানো, সঙ্গে দেশবরেণ্য  সাহিত্যিকদের পদচারণ, মিলনায়তন, সেমিনার রুম, লন, উন্মুক্ত প্রাঙ্গণ, বিভিন্ন টেন্টের বিভিন্ন অধিবেশনে দেশ-বিদেশের সাহিত্যিকের কথা শোনা আর নজরুল মঞ্চ থেকে ভেসে আসা সুরের মূর্ছনা সবকিছু মিলিয়ে লিট ফেস্টের দ্বিতীয় দিনেও ছিল প্রাণের উচ্ছ্বাস। তারুণ্যের ব্যাপক উপস্থিতি বাদলঝরা দিনেও লিট ফেস্টকে করে তোলে প্রাণবন্ত। গতকাল সকালে একাডেমির বর্ধমান হাউসের সামনে লন চত্বরে ধর্মীয় সংগীত দলের আধ্যাত্মিক সুরের মূর্ছনায় শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম।

তবে ছুটির দিনের সকালটাতে কসমিক টেন্ট ও নজরুল মঞ্চ জুড়ে ছিল শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস। এ সময়টাতে শিশুরা বিজ্ঞান নিয়ে মজার সব খেলায় মেতে ছিল কসমিক টেন্টে বিজ্ঞান বাক্সের রাতুল খানের সঙ্গে। ‘ফান উইথ ফিজিকস’ শীর্ষক এ আয়োজনে ৭ থেকে ১০ বছর বয়সী শিশুদের সঙ্গে পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাতুল খান। উপহার হিসেবে বিজ্ঞানসামগ্রী পেয়ে খুশি শিশুরাও। একই সময়ে শিশুদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ চিত্রকর, অ্যানিমেটর ও লেখক ক্রুটিস জবলিং। নজরুল মঞ্চে ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য ‘চিলড্রেনস ওয়ার্ল্ডস ফ্যান্টাসি’ শীর্ষক আয়োজনে শিশুরা মুগ্ধ হয়ে শুনছিল জবিলংয়ের সৃষ্ট বিভিন্ন চরিত্রের গল্প। বিখ্যাত ‘ওয়ারওয়ার্ল্ড’ ও ‘ম্যাক্স হেলসিং, মনস্টার হান্টার’ সিরিজ নিয়ে এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন জবলিং।

‘শেখ মুজিব : আইকন অব পোস্টকলোনিয়াল লিবারেশন’ : উৎসবের দ্বিতীয় দিনে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘শেখ মুজিব : আইকন অব পোস্টকলোনিয়াল লিবারেশন’ শীর্ষক সেশনের আলোচনায় বক্তৃতা করেন ভারতীয় লেখক-রাজনীতিক শশী থারুর, গবেষক-অধ্যাপক আফসান চৌধুরী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল চৌধুরী। শশী থারুর বলেন, ‘বঙ্গবন্ধু কখনো কারও সঙ্গে আপস করেননি। বাংলাকে ভালোবেসেছেন সব সময়। একই সঙ্গে তিনি নেতা হিসেবে সবাইকে উৎসাহিত করতে পারতেন।’

আফসান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু নিজে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন। এজন্য তিনি সাধারণ মধ্যবিত্তদের বিষয়গুলো ভালোভাবে বুঝতেন। একই সঙ্গে কোন বিষয় কীভাবে উপস্থাপন করতে হবে, তা তিনি খুব ভালোভাবে বুঝতেন, যা অন্য অনেক নেতা সেভাবে বুঝতেন না। এই জায়গা থেকে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের একটি বড় সাপোর্ট পেয়েছেন বঙ্গবন্ধু এবং তা তিনি সফলভাবে ব্যবহার করেছেন।’

প্রত্যেক নারীই সুপার গার্ল : শিক্ষামন্ত্রী দীপু মনি :

‘প্রত্যেক নারীই এক একজন সুপার গার্ল। অন্তত অন্য সবকিছু বাদ দিয়ে শুধু তার সমাজে চলার বিষয়টিও যদি ধরা হয়, তবে একজন নারী যতগুলো বাধা অতিক্রম করেন, তাতেই সেই নারীকে সুপার গার্ল হিসেবে আখ্যায়িত করা যায়।’ দ্বিতীয় দিন ঢাকা লিট ফেস্টে একাডেমির নজরুল মঞ্চে ‘হার স্টোরি’ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আরও বলেন, ‘আমাদের জীবনে নারীর গল্প বাদ দিলে গল্প খুবই সামান্য। গল্পে নারীকে তুলে ধরলে তা পরিপূর্ণতা পায়। তাই নারীদের পুরুষের পাশাপাশি সমান জায়গায় তুলে আনতে হবে।’

দীপু মনি বলেন, ‘শুধু আমাদের সমাজ নয়, সারা বিশ্বেই নারীদের গল্প চাপা পড়ে যায়।’ এই সেশনে আরও বক্তৃতা করেন হার স্টোরি ফাউন্ডেশনের জেরিন মাহমুদ হোসাইন, ক্যাটরিনা ডন, সাদিয়া আফরিন, নাইলা আজাদ, আরিফা আমরিন ও জেনিফার রিড। লিট ফেস্টের অন্য একটি সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সাহিত্য নিয়ে বিদেশিদের আগ্রহ জন্মাতে সময় লাগবে। কারণ, অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সেই ভাষার প্রতি বিদেশিরা আগ্রহী হয়ে ওঠে।’

ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায বলেন, ‘বিশ্বসাহিত্যের প্রতি আগ্রহী প্রজন্মের জন্য একটি প্ল্যাটফরম সৃষ্টি করা গেছে। নয় বছর আগে যখন শুরু হয় তখন মনে সাহস ছিল। আমাদের উদ্দেশ্য নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এর ফল এখন সবার চোখের সামনে।’

এদিকে, উৎসবের দ্বিতীয় দিনের সন্ধ্যায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রদর্শিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা : অ্যা ডটারস টেল’। পরে এই প্রামাণ্যচিত্রের ওপর আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, পিপলু আর খান ও দেবজ্যোতি মিশ্র। এ ছাড়া অনুষ্ঠিত হয় মনিকা আলীর সাড়াজাগানো বই ‘ব্রিক লেন’ নিয়ে আলোচনা। ‘বিয়ন্ড ব্রিক লেন’ শীর্ষক টি সেশনে সাদাফ সাযের সঙ্গে যুক্ত হন বইটির লেখক মনিকা আলী।

সর্বশেষ খবর