সনাতনী বিশ্বাস মতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু শিক্ষার্থীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। প্রতি বছরের মতো গতকাল রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল আয়োজন আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সকালে রাজধানীতে বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা যায়, দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুরা বিদ্যাচর্চার সূচনা করছেন। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে আরাধনা করছেন জ্ঞান বৃদ্ধির জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের উদ্যোগে হলের খেলার মাঠজুড়ে বাহারি ডিজাইনের মন্ডপে দিনভর পূজা চলে। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এ বছর বিভিন্ন বিভাগের ৭০টি মন্ডপ ছিল। চারুকলা অনুষদের তৈরি সবচেয়ে বড় প্রতিমাটি হলের পুকুরে স্থাপন করা হয়। এ ছাড়াও মেয়েদের পাঁচটি হলেও শোভা পায় বীণা হাতে দেবী সরস্বতীর প্রতিমা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও উৎসাহ, উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এবার পুরান ঢাকার পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ৩৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ পূজামন্ডপগুলো পরিদর্শন করেন। বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে আয়োজন করা হয় সরস্বতী পূজার। উৎসবের পঞ্চম তিথিতে সুর ও বিদ্যার দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পূজার সূচনা হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে সন্ধ্যা আরতির মধ্য দিয়ে পূজার আয়োজনের সমাপ্তি ঘোষণা করা। বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয় পূজামন্ডপ।
শিরোনাম
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
সরস্বতী পূজা উদযাপন
নিজস্ব ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর