মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

সামাজিক সম্মান আর দেশসেবাই লক্ষ্য

-ড. মোহাম্মদ সাদিক

সামাজিক সম্মান আর দেশসেবাই লক্ষ্য

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা আগের তুলনায় বেড়েছে অনেক। আর ক্যাডারভুক্ত চাকরিজীবীদের বেতন-ভাতার পাশাপাশি রয়েছে অসামান্য সামাজিক সম্মান। কোনো তদবির ছাড়াই নিজ মেধায়, যোগ্যতায় ক্যাডারে চাকরি পাওয়া যায় এখন। তাই বিসিএসে চাকরিপ্রার্থীদের আগ্রহ বেড়েছে। গতকাল আলাপকালে তিনি এসব কথা বলেন। পিএসসি চেয়ারম্যান বলেন, এখনকার তরুণ-তরুণীরা তুলনামূলক সৎ ও দেশপ্রেমিক। অন্য চাকরির চেয়ে বিসিএসের ক্যাডারভুক্ত হয়ে দেশসেবার সুযোগ বেশি থাকে। দেশসেবার ব্রত নিয়েও আসছে অনেকে। আগে নন ক্যাডার থেকে খুব নগণ্য সংখ্যক প্রার্থী চাকরি পেত। কিন্তু ২০১০ সালের পর থেকে বিসিএস উত্তীর্ণ হয়ে ক্যাডারে নিয়োগের সুপারিশ না পেলেও সিংহভাগ চাকরিপ্রার্থী নন ক্যাডারে সম্মানজনক সরকারি চাকরি পাচ্ছেন। এ কারণেও বিসিএসের আবেদনে প্রার্থী দিন দিন বাড়ছে। ড. সাদিক বলেন, বিসিএসের মাধ্যমে ক্যাডার নিয়োগে আগের চেয়ে দীর্ঘসূত্রতা কমেছে। আগের চেয়ে কম সময় লাগছে এখন। নিয়োগের পরীক্ষাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে নিতে হয়। তাই সরকারি ছুটির দিনগুলোতে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে থাকে পিএসসি। এ ছাড়া রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলেও পরীক্ষা কার্যক্রমে বিঘ্নতা ঘটে। ভবিষ্যতে হয়তো এ সময় আরও কমে আসবে।

তিনি বলেন, একজন প্রার্থী অনেক বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। তাছাড়া বিসিএসের প্রস্তুতি নিয়ে চাকরিপ্রার্থীরা অন্য সরকারি ও বেসরকারি চাকরিতেও সফল হচ্ছে। সব মিলিয়েই চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের আগ্রহের তালিকায় বিসিএস রয়েছে।

সর্বশেষ খবর