বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা এবং গভীরসাগরে ফিশিং বোট ও ট্রলারে আশানুরূপ রুপালি ইলিশ ধরা পড়ছে। তাই চট্টগ্রাম তথা দেশের প্রধান মাছের আড়ত ‘ফিশারি ঘাট’সহ প্রায় সব ঘাট এখন ইলিশে সয়লাব হয়ে গেছে। এতে পাইকারি ক্রেতা-বিক্রেতা উভয়ের মুখে যেমন হাসি দেখা দিয়েছে, তেমনি সাধারণ ক্রেতাদেরও বেশ সন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় দামও নাগালের ভিতরে থাকায় এবার সব শ্রেণির মানুষই কমবেশি কিনতে পেরেছেন ইলিশ- এমন সংবাদ দিয়েছেন ফিশারীঘাটের আড়তদাররা। নগরীর ফিরিঙ্গীবাজার ফিশারীঘটা ছাড়াও রাসমনি ঘাট, আনন্দবাজার ঘাট, উত্তর কাট্টলি, দক্ষিণ কাট্টলি, আকমল আলী ঘাটেও গত চার-পাঁচ দিন ধরে শুধু ইলিশ আর ইলিশ। এ ছাড়া জেলার বাঁশখালী, মিরসরাই, আনোয়ারা, সনদ্বীপ ও সীতাকুন্ডের উপকূল এলাকায়ও প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে ডিম ছাড়ার সময় এগিয়ে আসায় আগামী ১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সাগরে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে চলতি মৌসুমে এটাই শেষ জোঁয়া বা তিথি ইলিশের। নিষেধাজ্ঞা শেষের পরপরই শীতের আমেজ চলে আসবে বলে উপকূলীয় এলাকায় তখন আর ইলিশ ধরা পড়বে না বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। তাই নিষেধাজ্ঞা শুরুর আগে এখন প্রচুর ইলিশ ধরা পড়ায় বেজায় খুশি জেলেরা। বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের চোখে-মুখে এখন হাসির ঝিলিক। ইতিমধ্যে চট্টগ্রামের ইলিশকেন্দ্রিক অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে। প্রতিদিন লাখ লাখ টাকার ইলিশ কেনাবেচা হচ্ছে। ডিম ছাড়ার মৌসুমে ইলিশ ও অন্যান্য সময় জাটকা শিকারে নিষেধাজ্ঞা আরোপ এবং প্রশাসনের নজরদারির কারণে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় দিন দিন ইলিশ বাড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। চলতি অর্থবছরে শুধু ইলিশ থেকে ৫০০ কোটি টাকারও বেশি আয় হবে বলে তারা জানান। যেখানে প্রতিদিন রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫ ঘণ্টায় মৌসুমভেদে ৫ থেকে ৫০ কোটি টাকার মাছ বেচাকেনা হয়। চট্টগ্রামের এ ফিশারি ঘাটে আড়ত রয়েছে প্রায় ২২০টি। অন্যদিকে পুরান ফিশারি ঘাটে রয়েছে ৬৮টি আড়ত। ফিশারি ঘাটের আড়ত শাহজাহান এন্টারপ্রাইজের এক কর্মকর্তা জানান, দু-এক দিন আগেও ফিশারীঘাটে ছোট আকারের ইলিশ বিক্রি হয়েছে ৭ থেকে সাড়ে ৭ হাজার টাকা প্রতি মণ, মাঝারি আকারেরটা ১৩ হাজার থেকে সাড়ে ১৩ হাজার এবং বড় আকারের ইলিশ বিক্রি হয়েছে ১৭ থেকে ১৮ হাজার টাকা প্রতি মণ। তবে মাছের পরিমাণ কিছু কমে আসায় দাম কিছুটা বেড়েছে বলে জানান দেশের বিভিন্ন প্রান্তে ইলিশ সরবরাহকারী প্রতিষ্ঠানের এ কর্মকর্তা। সরেজমিন দেখা যায়, নগরীর ফিশারীঘাটকে ঘিরে কর্ণফুলী নদীর তীরে এবং ভাসমান অবস্থায় রয়েছে ইলিশভর্তি সারি সারি ট্রলার ও ফিশিং বোট। ওইসব ট্রলার থেকে নামানো হচ্ছে ইলিশ আর ইলিশ। কখনো টুকরি (ঝুড়ি) ভর্তি করে কখনো বা ভ্যানগাড়ি করে বোট থেকে ইলিশ নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আড়তে। সেখানে বড় বড় ওজন মেশিনে ওজন করার পর সেসব মাছ আকার ভেদে পৃথক করে কেউ প্যাকেট করছেন, আবার কেউ সেই প্যাকেট দেশের বিভিন্ন স্থানে পাঠাতে তুলে দিচ্ছেন ট্রাকে। এভাবে রুপালি ইলিশ ছড়িয়ে পড়ছে দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে।
শিরোনাম
- ২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
- টাইমের প্রচ্ছদে নিজের চুল ‘গায়েব’ দেখে ক্ষুব্ধ ট্রাম্প
- মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
- গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
- ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠাল ইসরায়েল
- শরীয়তপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
- গাজার রাফা ক্রসিং বন্ধ ও সীমিত ত্রাণ পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের
- আগামী নির্বাচন দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে : মির্জা ফখরুল
- কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল
- গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘের প্রতিবেদন
- গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিল আমিরাত
- ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
ইলিশে সয়লাব ফিশারিঘাট
ফারুক তাহের, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর