শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভারতীয় কভিড ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষা করা হবে

নয়াদিল্লি প্রতিনিধি

কভিড মোকাবিলায় ভারত-বাংলাদেশ সমঝোতা হয়েছে। ভারতের তৈরি কভিড ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, গত ১৭-১৯ অক্টোবর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসক বিশেষজ্ঞদের একটি দল ঢাকা সফর করেন। তখন তাদের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের আলোচনা হয়। তিনি এও জানান, একই আলোচনা হয়েছে মিয়ানমারের সঙ্গে। তারাও ভারতের তৈরি ভ্যাকসিন নিয়ে আগ্রহ দেখিয়েছেন।

মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘের ভাষণ দেওয়ার সময়েই বলেছিলেন, ভারতের তৈরি ভ্যাকসিন সমগ্র মানবজাতির জন্য। ভারত ভ্যাকসিন মজুদ করা এবং ওষুধ রাখার হিমঘর তৈরি করতে সহযোগিতা করবে। এ জন্য দুটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। এতে ৯০ বিশেষজ্ঞ রয়েছেন।’ ভারতের সিরাম ইনস্টিটিউট চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকোর সঙ্গে। এরা অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরি করছে। ওই চুক্তিতে বলা আছে, ভ্যাকসিন বাজারে আসার সঙ্গে সঙ্গেই প্রথম বাংলাদেশে দেওয়া হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের যৌথ পরামর্শ কমিশনের বৈঠকেও সিদ্ধান্ত হয়েছিল ভ্যাকসিন সহযোগিতা নিয়ে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দল ঢাকা সফর করে। আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চালু হয়েছে। মূলত চিকিৎসার জন্য যারা ভারতে আসবেন তাদের কথা চিন্তা করেই চালু করা হয়েছে। কিছু দিনের মধ্যেই প্রধান বিমান পরিষেবা কোম্পানি সার্ভিস চালু করবে। গতকালই প্রথম বিমান এসেছে। আপাতত পর্যটন ভিসা দেওয়া হচ্ছে না।

সর্বশেষ খবর