রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রিমান্ড শেষে ইরফান সেলিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় বরখাস্ত হওয়া কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় পাঁচ দিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. শওকত আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম অস্ত্র মামলায় ইরফান ও তাঁর সহযোগী জাহিদকে তিন দিন করে এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার মাদক মামলায় দুজনকে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

সর্বশেষ খবর