মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কবিতা পাঠ ও পিঠা উৎসব ঘিরে চট্টগ্রামে মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কবিতা পাঠ ও পিঠা উৎসব ঘিরে চট্টগ্রামে মিলনমেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজনে উদযাপিত হয়েছে কবিতা পাঠ ও পিঠা উৎসব। চসিক প্রশাসকের দায়িত্ব পালনের শেষ দিনে গতকাল চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড়ের পার্কে আয়োজিত উৎসব রূপ নেয় মিলনমেলায়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহীত উল আলম, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া ও প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম। উৎসবে শোভা পায় ভাপা, খেজুরের রস, পুলিপিঠা, পাটিসাপ্টা, পাকনসহ নানা আইটেমের। সেখানে অভ্যাগতদের আপ্যায়ন করান সিটি করপোরেশনের কর্মীরা।

চসিক প্রশাসক বলেন, ‘প্রশাসন চালাতে গিয়ে অনেক সময় কঠোর হতে হয়েছে। মেহেরবানী করে আপনারা আমাকে মাফ করে দেবেন। বিশ্বাস করন, জীবনের শপথ করে বলছি, আমি সততা নিয়ে চলেছি, অসততা করতে চাইনি। আমি যতটুকু পেরেছি, সেবা দেওয়ার চেষ্টা করেছি।’

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘আমাদের চিরন্তন বাঙালি সংস্কৃতি, আমাদের মা-দাদিরা যেভাবে পিঠা বানিয়ে গ্রামীণ বাংলার সংস্কৃতি লালন করতেন, সেটাকে নাগরিক জীবনে তুলে ধরার জন্যই এ আয়োজন। এ শহর আমাদের প্রিয় শহর, আমাদের জন্মস্থান। আমাদের শৈশব-কৈশোর, তারুণ্য, যৌবন এ শহরকে ঘিরেই পার হয়েছে। এ লালদিঘী, কর্ণফুলী নদী আমাদের চট্টগ্রামের প্রাণের কেন্দ্র। সেই লালদিঘীকে কেন্দ্র করেই গত দুই দিন ধরে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি।’

সর্বশেষ খবর