বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

স্থবির শিল্পপ্রতিষ্ঠানে প্রাণ ফেরাতে হবে

-অধ্যাপক আনোয়ারুল কাদির

স্থবির শিল্পপ্রতিষ্ঠানে প্রাণ ফেরাতে হবে

অর্থনীতিবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির বলেছেন, খুলনার খালিশপুরে পাটভিত্তিক শিল্পাঞ্চল বর্তমানে স্থবির। এসব শিল্পপ্রতিষ্ঠানকে আধুনিকায়ন করতে হবে। সারা বিশ্বে পাটপণ্যের চাহিদা রয়েছে, সে বাজার ধরতে গেলে বাজেটে আলাদা বরাদ্দ দিয়ে শিল্পাঞ্চলে প্রাণ ফেরাতে হবে। এখানে কর্মসংস্থান তৈরি হলে এ শিল্পে জড়িত কলকারখানা, পাট পরিবহন, সরবরাহ সব খাতই চাঙা হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, পদ্মা সেতু ও রেলসংযোগ চালু হলে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে  গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিতে বৈচিত্র্য এসে গেছে। আগে যে ধরনের শস্য উৎপাদন হতো সেখানে পরিবর্তন এসেছে। চলতি মৌসুমে তরমুজসহ সবজি উৎপাদনেও ব্যাপক সাফল্য এসেছে। কৃষি প্রণোদনা দিয়ে কৃষককে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, দক্ষিণাঞ্চলে সুন্দরবন-ঘেঁষা উপকূলীয় এলাকার জনজীবন অত্যন্ত অরক্ষিত। করোনাকালে সেখানে স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। রয়েছে সুপেয় পানির অভাব। এ অঞ্চলের অর্থনীতি স্থিতিশীল রাখতে ও এখানকার মানুষ যেন স্থানান্তরিত না হয় সেজন্য স্বাস্থ্যসেবা ও সুপেয় পানি সরবরাহের পাশাপাশি আলাদাভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর