যশোর উইমেন চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা মুক্তি বলেন, করোনায় গত দুই বছরে প্রতিটি সেক্টরই ক্ষতির শিকার হয়েছে। নারী উদ্যোক্তারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তারা যাতে আগের অবস্থায় ফিরে যেতে পারেন সে ব্যাপারে এবারের বাজেটে সুনির্দিষ্ট ঘোষণা থাকতে হবে। একই সঙ্গে নতুন নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি ও তাদের সব ধরনের সহায়তা প্রদানের বিষয়টিও বাজেটে থাকতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। যশোর শহরের ‘বাংলা মোটরস’ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহরের সিটি কলেজ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবিদা সুলতানা ২০২০ সালে সেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত। নিজের উদাহরণ টেনে তিনি জানান, ব্যাংক থেকে সাপোর্ট নিয়েই তিনি সেরা উদ্যোক্তা হয়েছিলেন। কিন্তু এরপরই করোনার দাপট শুরু হয়ে যায়। টায়ার, টিউব ও ব্যাটারি উৎপাদনকারী অনেকগুলো কোম্পানির ডিলার তিনি। এসব কোম্পানি ক্রেডিটে পণ্য দিত। কিন্ত করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর তারা ক্রেডিটে পণ্য দেওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে করোনা পরিস্থিতির পর ব্যাংকের সাপোর্টও বন্ধ হয়ে যায়। কিন্তু ঋণের সুদ ঠিকই দিয়ে যেতে হয়। করোনা পরিস্থিতিতে যশোরে নারী উদ্যোক্তারা কোনো ঋণ বা প্রণোদনা কিছুই পাননি। এ অবস্থায় তাদের পুঁজি ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা নেতা আবিদা সুলতানা বলেন, বাংলাদেশের অন্য অনেক জেলার তুলনায় যশোরে নারী উদ্যোক্তার সংখ্যা বেশি। এসব নারী উদ্যোক্তা মেধা ও পরিশ্রম দিয়ে তিল তিল করে তাদের ব্যবসা দাঁড় করিয়েছেন। এখানকার বেশির ভাগ নারী উদ্যোক্তা পার্লার ও হ্যান্ডিক্রাফটস নিয়ে কাজ করেন। অন্য সেক্টরগুলোতেও নারীরা এগিয়ে আসছেন। এসব উদ্যোক্তা একটু সাপোর্ট পেলেই অনেক দূর এগিয়ে যেতে পারবেন। পুরনো উদ্যোক্তাদের জন্য এই মুহুর্তে ব্যাংকিং সাপোর্টটা বেশি প্রয়োজন। আর নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের নানা রকম প্রশিক্ষণ ও সহায়তার বিষয়টি নিশ্চিত করতে পারলে নারী উদ্যোক্তার সংখ্যা আরও অনেক বাড়বে। বাজেটে এর জন্য আলাদা বরাদ্দ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যে, এসব বরাদ্দ যেন প্রকৃত নারী উদ্যোক্তাদেরই কাজে লাগে, বারো ভূতে না খেয়ে যায়।
শিরোনাম
                        - রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
 - চাঁদপুরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
 - ফরিদপুর-৪ আসনে বাবুলের মনোনয়ন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
 - লক্ষ্মীপুরে ধানের শীষ পেলেন খায়ের-এ্যানি
 - শরীয়তপুরে তিন আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা
 - আজ নিউইয়র্কে মেয়র নির্বাচন
 - একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ নভেম্বর)
 - আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি
 - যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল
 - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 
নারী উদ্যোক্তাদের সাপোর্টের বিষয়টি থাকতে হবে
আবিদা সুলতানা মুক্তি
                        
                        
                                                     Not defined
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর