মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিকল্প কম থাকায় বিনিয়োগ বাড়ছে

শাকিল রিজভী

বিকল্প কম থাকায় বিনিয়োগ বাড়ছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভী বলেছেন, দেশের আর্থিক কর্মকাণ্ডে অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ কম থাকায় শেয়ারবাজার বাড়ছে। ব্যাংকে আমানতের সুদ হার কমে যাওয়ায় শেয়ারবাজারে বিনিয়োগ বেড়েছে। বিকল্প বিনিয়োগের সুযোগ কম থাকার কারণে চাঙা হয়ে উঠেছে শেয়ারবাজার। তবে শেয়ারবাজার সব সময় ঝুঁকিপূর্ণ, তাই সবাইকে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করা উচিত। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় শাকিল রিজভী বলেন, চলমান শেয়ারবাজার পরিস্থিতি, লেনদেন হার, সূচকের অবস্থান সঠিকভাবেই চলছে। মানুষ যেখানে বেশি ডিভিডেন্ড পাবে সেখানে বিনিয়োগ করবে। এখন শেয়ার কেনাবেচা করে বেশি মুনাফা করছে। তাই বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। বিনিয়োগযোগ্য শেয়ারের দর যেমন বাড়ছে, এ সুযোগে কিছু দুর্বল শেয়ারের দরও বাড়ছে। তিনি আরও বলেন, কিছু কোম্পানি আছে দুর্বল, বছর শেষে ডিভিডেন্ড দেয় না। বিনিয়োগকারীদের উচিত এসব শেয়ারে বুঝে বিনিয়োগ করা। দীর্ঘদিন রেমিট্যান্স বাড়ছে, পাশাপাশি আমদানিও কমেছে। ফলে টাকার পরিমাণ বাজার তুলনামূলক বেশি ছিল। অলস টাকা এভাবে বাজারে বেড়েছে। যার একটি অংশ শেয়ারবাজারে বিনিয়োগ হয়েছে। দেশের অন্যান্য খাতে টাকার ব্যবহার কম ছিল। যার প্রভাব শেয়ারবাজারে পড়েছে। শেয়ারবাজার সব সময় ঝুঁকিপূর্ণ। এ জন্য সবাইকে সতর্ক থাকা উচিত। সতর্ক থাকলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না।

সর্বশেষ খবর