দক্ষিণবঙ্গের লঞ্চের কেবিনের টিকিট মিলছে না কিছুতেই। ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কেবিনের টিকিট যেন হাওয়া হয়ে গেছে। বিআইডব্লিউটিএ ঘোষিত তারিখেও পাওয়া যায়নি এসব টিকিট। অভিযোগ আছে, অনিয়মের মাধ্যমে গোপনে ঘোষিত সময়ের আগেই টিকিট বিক্রি করে দিয়েছেন লঞ্চ মালিকরা। অন্যদিকে ২৭ এপ্রিল ঢাকা থেকে ডবল ট্রিপ শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। বরিশাল-ঢাকা সরাসরি এবং ভায়া রুটে ২৮টি অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চ বহরে থাকবে বলে জানা গেছে। ডবল ট্রিপ দিয়ে যাত্রীচাপ সামালের কথা জানান সংশ্লিষ্টরা। সদরঘাট লঞ্চ টার্মিনালে খোঁজ নিয়ে জানা যায়, প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত একেকটি তিন-চার তলাবিশিষ্ট, লিফটসংবলিত অত্যাধুনিক লঞ্চ চলাচল করে ঢাকা-বরিশাল নৌপথে। বিলাসবহুল এসব লঞ্চে বিভিন্ন ক্যাটাগরির একটি কেবিনের ভাড়া সর্বনিম্ন ১৪০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। মোট ২২টি লঞ্চে কেবিনের সংখ্যা সাড়ে ৩ থেকে ৪ হাজার। কিন্তু ঈদের আগাম টিকিট বিক্রির শুরুর দিনেই কেবিনের টিকিট বিক্রি শেষ। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন, সক্ষমতার চার গুণ বেশি চাহিদা ছিল টিকিটের। বরিশালের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার পরিচালক শেখ আবদুর রহিম জানান, লঞ্চে আড়াই থেকে ৩ হাজার কেবিন আছে। তবে এর চাহিদা রয়েছে ২৫ থেকে ৩০ হাজার। একাধিক লঞ্চের মালিক ও ব্যবস্থাপকরা জানিয়েছেন, কয়েকদিন আগেই প্রায় সব লঞ্চের কেবিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এখন শুধু ডেকযাত্রীদের টিকিট রয়েছে। এগুলো ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে। তারা বলছেন, ডেকযাত্রীদের ঈদযাত্রায় সমস্যা হবে না, এখন অনেক লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাতায়াত করে। ঘোষিত তারিখের আগে কীভাবে কেবিনের টিকিট বিক্রি শেষ হলো- এ প্রশ্নে লঞ্চ মালিক, লঞ্চ মালিক সমিতি বা লঞ্চের ব্যবস্থাপকরা জানান, সাধারণ সময়ে টিকিট কেনার জন্য টার্মিনালে যেতে হয় না, ফোনে লঞ্চের ব্যবস্থাপককে বলে দিলে তিনি বুকিং করেন বা টিকিট কিনে রাখেন। পরে তারা এসে টাকা পরিশোধ করেন। সেখানেই যাত্রীদের সঙ্গে সারা বছরের একটি সম্পর্ক হয় এসব বুকিং মাস্টারের। সে সম্পর্কের খাতিরেই ঘোষিত সময়ের আগেই গোপনে বেশির ভাগ কেবিনযাত্রী ঈদের অগ্রিম টিকিট করে নিয়েছেন।
শিরোনাম
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই : প্রধান উপদেষ্টা