বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা
কৃষি

আজ হাঁড়িভাঙা আসছে বাজারে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আজ হাঁড়িভাঙা আসছে বাজারে

রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম বাজারে আসছে। আজ কৃষি বিভাগের বাগান থেকে আম পাড়ার আপত্তি উঠে যাচ্ছে। ফলে রংপুরের মিঠাপুকুরে পদাগঞ্জ, নগরীর বাসটার্মিনাল সংলগ্ন অস্থায়ী আমের বাজার, লালবাগ বাজারসহ অন্য  বাজারগুলোতে সাজ সাজ রব পড়ে গেছে। বাগান মালিক ও ব্যবসায়ীরা আম বিক্রির প্রস্তুতি নিয়েছেন। তবে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে রংপুরের হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছিলেন। এতে হাঁড়িভাঙা আমের সুখ্যাতি আরও ছড়িয়ে পড়ে। আমচাষিরা চাচ্ছেন, প্রধানমন্ত্রী এবারও যেন অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের হাঁড়িভাঙা আম উপহার দেন। ঝড় বাদলে কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হয়েছে। শুধু হাঁড়িভাঙা আম বিক্রি করে রংপুরের চাষিরা ২০০ কোটি টাকার ওপর ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন কৃষি অফিস। কৃষি বিভাগ বলছে, চাষি অথবা ব্যবসায়ীদের আম সঠিকভাবে সর্টিং, গ্রেডিং ও প্যাকেজ করে বিক্রি করতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া অনলাইনে আম বিক্রি করতে উৎসাহ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের তথ্যমতে মিঠাপুকুর উপজেলায় সবচেয়ে বেশি ১ হাজার ২৭০ হেক্টর, রংপুর সিটি করপোরেশন এলাকায় ২৫, সদর উপজেলায় ৬০, কাউনিয়ায় ১০, গঙ্গাচড়ায় ৩৭, পীরগঞ্জে ৬০, পীরগাছায় ১০, বদরগঞ্জে ৪০০ ও তারাগঞ্জ উপজেলায় ১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।

এ বছর আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩০ হাজার  টন। মৌসুমের শুরুতে ৬০ থেকে ৮০ টাকা এবং মৌসুমের শেষ দিকে প্রতি কেজি হাঁড়িভাঙ্গা আম ১৫০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, এবার হাঁড়িভাঙ্গা বিক্রি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম পাড়া ও বিক্রিতে আপত্তি তুলে নেওয়া হয়েছে। বিদেশে আম পাঠানোর ব্যাপারে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনো নির্দেশনা আসেনি বলে তিনি জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর