নড়াইলের কালিয়ায় কামরুল শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে নিজ বসতঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পাঁচজন। এর মধ্যে জাকির শেখ (৫৫) ও মানছুর শেখ (৩৮) নামে দুজনকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করা হয়েছে। সবুর শেখ (৬০), ইমরুল শেখ (৫০) ও মুনজুর শেখ (৪২) নামে তিনজনের অবস্থাও গুরুতর। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে গতকাল ভোরে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুল শেখ উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত রশিদ শেখের ছেলে এবং জুতা-স্যান্ডেল ব্যবসায়ী ছিলেন। নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ৬টার দিকে বিকট শব্দে বাড়ির লোকজনের ঘুম ভাঙে। হালিম গাজী, আলিম গাজী, আজাদ গাজী, সেলিম শিকদার, মিশান শিকদারসহ একদল দুর্বৃত্ত কামরুল শেখের বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা কামরুল শেখের শোবার ঘরের দরজা ভেঙে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। তার চিৎকারে বাড়ির এবং আশপাশের লোকজন ছুটে এলে তাদেরও কুপিয়ে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। পরে আহতদের দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কামরুল শেখের মৃত্যু হয়। আহত অন্যদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় দুটি গরুও কুপিয়ে জখম করে হামলাকারীরা। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পুরুলিয়া গ্রামের চাঁদ মিয়া সরদারের ছেলে জামাল সরদারকে আটক করেছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের আটকে অভিযান চালানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
শিরোনাম
- জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় ১ জুন
- চাঁপাইনবাবগঞ্জে অবরোধ কর্মসূচি স্থগিত, ট্রেন চলাচল স্বাভাবিক
- এনবিআর ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ: সেলিম রহমান
- ‘এনবিআর কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ কমে যাওয়ার শঙ্কা আছে’
- ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
- নাম্বার ওয়ান হতে চান মিরাজ
- নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত-পাকিস্তানের
- বিনিয়োগ পরিবেশ তৈরির পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে বিডা'র সভা
- বক্স অফিসে কত আয় করল অজয়ের ‘রেইড টু’?
- দুর্নীতি মামলায় জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গৃহীত
- সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি
- কানাডার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা
- বিশ্বের ‘দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই
- বেনাপোল কাস্টমসে চলছে কর্মবিরতি
- ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫৬ ফিলিস্তিনি নিহত
- গরমে শরীরে পানিশূন্যতা বাড়ায় যেসব খাবার
- গাজায় বর্বরোচিত হামলা ইসরায়েলের, নিহত ৮১
- মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান
থামছেই না খুনোখুনি
নড়াইলে ঘরে কুপিয়ে হত্যা ব্যবসায়ীকে
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর