তিন দফা দাবিতে ‘লংমার্চ টু যমুনা’ অভিমুখে রওনা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার দুপুর সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ লংমার্চ শুরু করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিশাল মিছিলটি এখন গুলিস্তান মাজারের বেরিকেড ভেঙে ‘লংমার্চ টু যমুনা’ অভিমুখে এগিয়ে যাচ্ছে।
এ সময় ‘লংমার্চ টু যমুনা’, ভুজুংভাজুং বুঝি না’, ‘তুমি কে আমি কে, জবিয়ান জবিয়ান’, রক্ত লাগলে রক্ত নে’, ‘তবু দাবি মাইনে নে’ ইত্যাদি বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
এর আগে লংমার্চ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মিছিলে যোগ দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
এর আগে গত সোমবার শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত