ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে সন্ত্রাসবাদ এবং তাতে মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানকে অভিযুক্ত করেন মোদি।
মোদির ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোদির বক্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করেছে ইসলামাবাদ। মোদির বক্তব্য প্রত্যাখ্যান করেছে তারা।
সোমবার জাতির উদ্দেশে ভাষণে মোদি ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্যও দাবি করেন।তিনি বলেছিলেন, ‘পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাঁধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। ইসলামাবাদের অনুরোধে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। তার হুঁশিয়ারি ছিল, আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। শুধু তা-ই নয়, পানি এবং রক্ত একসঙ্গে বইতে পারে না বলেও মন্তব্য করেন মোদি।
মোদির সেই ভাষণের প্রেক্ষিতে এ বার কড়া প্রতিক্রিয়া জানাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ এক বিবৃতিতে তারা জানায়, পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাখ্যান করছে। মোদীর মন্তব্যে ‘ভুল তথ্য’, ‘রাজনৈতিক অভিসন্ধি’ এবং আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট ‘অবজ্ঞা’ ছিল। পাকিস্তানের মন্ত্রণালয়টির দাবি, সাম্প্রতিক যুদ্ধবিরতিতে সমঝোতার প্রতি পাকিস্তান ‘প্রতিশ্রুতিবদ্ধ’। উত্তেজনা কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করছে তারা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা আশা করি ভারত আঞ্চলিক স্থিতিশীলতা এবং নাগরিকদের মঙ্গলকে অগ্রাধিকার দেবে। ভারত যদি ভবিষ্যতে আগ্রাসন দেখায়, তবে তার জবাব দেবে বলেও জানায় পাকিস্তান। তাদের হুঁশিয়ারি, শান্তির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতিকে দুর্বলতা হিসাবে বিবেচনা করা ভুল হবে। পাকিস্তান চায়, শান্তিপূর্ণ সমাধানের পথ। এমনকি, কাশ্মীর নিয়েও শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই তারা। এমনই জানাল পাকিস্তানের বিদেশ মন্ত্রক।
বিডি প্রতিদিন/নাজমুল