আওয়ামী লীগের সুবিধাভোগী পাঁচ সচিবকে দ্রুত অপসারণসহ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে গতকাল সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান দপ্তরে না থাকায় তাঁরা এপিডির কক্ষে বৈঠক করেন। বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফোরামের সভাপতি ড. মো. নাসির উদ্দিন পাঁচ সচিবকে দ্রুত অপসারণসহ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানান। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী যেসব কর্মকর্তা এ সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তাঁদের চুক্তি বাতিল করতে হবে। প্রশাসনে ফ্যাসিবাদীদের যেসব দোসর রয়েছেন তাঁদের অপসারণ করতে হবে। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এ বি এম আবদুস সাত্তারের নেতৃত্বে একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান নাসির উদ্দিন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদীদের দোসররা এখনো প্রশাসনে আছেন। বর্তমান জনপ্রশাসন সচিব আমাদের হেয় করেছেন। তাঁদের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। অবাঞ্ছিত ঘোষণা করা সচিবরা হলেন পানিসম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. তোফাজ্জল হোসেন, কৃষি সচিব মো. এমদাদ উল্লাহ মিয়া, সংস্কৃতিবিষয়ক সচিব মফিদুর রহমান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) জাহেদা পারভীন। এর আগে আওয়ামী সুবিধাভোগী পাঁচ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।