রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

পশুর হাট ও ঈদের ভিড়ে শঙ্কা বাড়াচ্ছে করোনা

অবহেলায় বাড়ছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী করোনাভাইরাস সংক্রমণ। দেশে কভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুহার আশঙ্কাজনকহারে বাড়ছে। এর মধ্যে ঈদুল আজহায় কোরবানির জন্য জমে উঠেছে পশুর হাট। পশুর হাটে ভিড়, ঠেলাঠেলিতে বালাই নেই স্বাস্থ্যবিধির। ঢাকা ছেড়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে লাখো মানুষ। এই ভিড়ে করোনা সংক্রমণ আরও বেড়ে যাওয়ার শঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদ ও চিকিৎসকরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশে আবার করোনা জেঁকে বসেছে। করোনা আক্রান্ত রোগীর ৮০ ভাগই ঢাকায়। গতবার ঈদুল আজহায় বাড়ি যাওয়ার কারণে সারা দেশে ছড়িয়ে পড়েছিল করোনা সংক্রমণ। এতে আক্রান্ত ও মৃত্যুহার বেড়ে গিয়েছিল। এবারও একইভাবে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারি-মে মাস পর্যন্ত আমাদের ফিল্ড হাসপাতালে একজন রোগীও ছিল না, অথচ এখন ৩০ জনের বেশি রোগী ভর্তি। এর মধ্যে বেশির ভাগ রোগীই টিকা নেননি। তাই সবাইকে অবশ্যই টিকা নিতে হবে। যাত্রা পথে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। নইলে জরিমানার আওতায় আনতে হবে।’ স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১৬০ জনে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রাম ও একজন ময়মনসিংহ বিভাগের। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জনে। আক্রান্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। গত বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৭০ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টকে গুরুত্ব না দেওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুহার। স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। মাস্ক ছাড়াই গণপরিবহন, অফিস, শপিং মলে, কাঁচাবাজারে ঘোরাফেরা করছে মানুুষ। খিলগাঁও রেলগেট, বছিলা পশুর হাটসহ রাজধানীর অন্যান্য পশুর হাটে এর মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনেক হাটে পশু তোলা শুরু হয়েছে। এর সঙ্গে বাড়তে শুরু করেছে মানুষের ভিড়ও। তাই ভিড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। এর সঙ্গে ঈদে ঢাকার বাইরে যাওয়া মানুষের স্রোতে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘পশুর হাট এবং ঈদে গ্রামের বাড়ি যাওয়ার ভিড় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই ভিড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন। তাই বাইরে বের হলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। যারা এখনো টিকা নেননি তারা দ্রুত টিকা নিন। যারা দুই ডোজ নিয়েছেন, চার মাস পার হলে বুস্টার ডোজ নিন। টিকা নিলে করোনা জটিলতা এবং মৃত্যুহার অনেকটাই কম থাকে। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে অবহেলা করার সুযোগ নেই। এর মধ্যেই মৃত্যুহার বাড়তে শুরু করেছে। তাই করোনা থেকে সুরক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই।’

সর্বশেষ খবর