সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

পদ্মায় ৪২ দিনে শত কোটি টাকা টোল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

উদ্বোধনের প্রথম ৪২ দিনে শত কোটি টাকা ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরের দিন ২৬ জুন থেকে সেতুতে যানচলাচল শুরু হয়। এরপর সেতুটি দিয়ে গত ৪২ দিনে ৯ লাখ ৩ হাজার ৮৪০টি যানবাহন পারাপার হয়েছে। এই বাবদ টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। এই বিপুল পরিমাণ টোল বাবদ অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। উল্লেখ্য, সেতুতে বিশৃঙ্খলা এড়াতে এখনো বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। এছাড়াও সেতুটিতে বর্তমানে রেলপথ নির্মাণে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর