শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দুর্নীতি উৎখাতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে

শামসুদ্দিন চৌধুরী মানিক

দুর্নীতি উৎখাতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে

সেবা খাতসহ সব ধরনের দুর্নীতি বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, যারা দুর্নীতি বন্ধে কাজ করছেন, তাদের দুর্নীতি উৎখাতের ডিটারমিনেশন (প্রতিজ্ঞাবদ্ধ) থাকতে হবে। শুধু মুখে বললাম, আর কাজ করলাম না, এটা করলে কোনো দিনও দুর্নীতি বন্ধ হবে না। সেবা খাতে দুর্নীতি বন্ধের বিষয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। বিচারপতি মানিক বলেন, দুর্নীতি বন্ধের প্রধান দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের (দুদক)। তাদের আরও বেশি শক্তিশালী করতে হবে। সরকারের এই স্বাধীন সংস্থায় লোকবলের সংকট থাকলে, তা দূর করতে হবে। কোনো ধরনের অজুহাত দেওয়ার সুযোগ রাখা যাবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক আগেই দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী একা এই নীতি অনুসরণ করলে হবে না। সরকারের সব মন্ত্রী ও সংসদ সদস্যদেরও এই নীতি মানতে হবে। যেসব প্রতিষ্ঠানে অনেক বেশি দুর্নীতি হয়, সেসব প্রতিষ্ঠানগুলোকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনতে হবে। আপিল বিভাগের সাবেক এই বিচারপতি বলেন, দুর্নীতি-অনিয়ম রোধে দেশের উচ্চ আদালত অনেক রায় ও আদেশ দিচ্ছেন নিয়মিত। তবে অনেক সময়ই দেখা যায়, এসব রায় ও আদেশ বাস্তবায়নে সরকারের অনেক কর্মকর্তা অনীহা দেখন। তাই আমি বলব, আদালত শুধু আদেশ দিয়েই যাবে, সরকার তা আমলে নেবে না, এটা করলে চলবে না। সরকার যদি আদালতের আদেশগুলো কঠোরভাবে বাস্তবায়ন করে, তাহলে দুর্নীতি বন্ধ না হওয়ার কারণ খুঁজে পান না বলেই জানান এই বিচারপতি।

সর্বশেষ খবর