শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাহাড়ে ফের বন্দুকযুদ্ধ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে গতকাল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস ও মারমা লিবারেল পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বামনীপাড়া ও বাজারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু লারমা) ও মারমা লিবারেল পার্টি ওরফে মগ পার্টির সন্ত্রাসীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গুলি বিনিময় চলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় যৌথবাহিনীর বিশেষ দল। তবে তার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী বলেন, কাপ্তাই উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের উৎপাত বেড়ে গেছে। তাদের তৎপরতার কারণে স্থানীয়রা আতঙ্কে আছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি। জনজীবন স্বাভাবিক আছে। উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ও ইউপিডিএফের বন্দুকযুদ্ধের পর পাহাড়ে প্রায় প্রতিদিনই চলছে বিচ্ছিন্ন সংঘর্ষ।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর