বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আসিয়ান ও থাইল্যান্ডের আরও সক্রিয় ভূমিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল ঢাকা সফররত থাইল্যান্ডের স্থায়ী সচিব সারুন চারোয়েনসুওয়ান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ সহযোগিতা চান। এ সময় তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন, যা উভয় দেশেই উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। ‘সকলের সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়’ বাংলাদেশের পররাষ্ট্র নীতি উল্লেখ করে মোমেন বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এই অঞ্চলে বৃহত্তর সংযোগ সুবিধার মাধ্যমে একটি শক্তিশালী এবং আরও কার্যকর আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের অর্থনীতির মধ্যে বিদ্যমান পরিপূরকতাকে কাজে লাগানোর জন্য পারস্পরিক উপকারী উদ্যোগ ও সহযোগিতার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের অপার সম্ভাবনায় সমৃদ্ধ পর্যটন খাতের উন্নতির জন্য দেশটির আরও সহায়তা ও দক্ষতার অনুরোধ করেন। তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি প্রক্রিয়াকরণ খাত, স্বাস্থ্য ও ওষুধ খাতে থাইল্যান্ডের আরও বিনিয়োগকে উৎসাহিত করেন। উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি তুলে ধরেন। ড. মোমেন আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশের চলমান উচ্চ প্রবৃদ্ধি এবং ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করেন থাইল্যান্ডের স্থায়ী সচিব চারোয়েনসুওয়ান। তিনি পারস্পরিক সুবিধাজনক সময়ে যৌথ কমিশন সভা করার ওপর জোর দেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসাকে আরও শক্তিশালী করার জন্য এফটিএ বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শ দেন। এদিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও থাইল্যান্ডের স্থায়ী সচিব সারুন চারোয়েনসুওয়ান ডাকটিকিট ও ই-বুক প্রকাশ করেন।
শিরোনাম
- জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় ১ জুন
- চাঁপাইনবাবগঞ্জে অবরোধ কর্মসূচি স্থগিত, ট্রেন চলাচল স্বাভাবিক
- এনবিআর ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ: সেলিম রহমান
- ‘এনবিআর কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ কমে যাওয়ার শঙ্কা আছে’
- ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
- ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
- নাম্বার ওয়ান হতে চান মিরাজ
- নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত-পাকিস্তানের
- বিনিয়োগ পরিবেশ তৈরির পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে বিডা'র সভা
- বক্স অফিসে কত আয় করল অজয়ের ‘রেইড টু’?
- দুর্নীতি মামলায় জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গৃহীত
- সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি
- কানাডার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা
- বিশ্বের ‘দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই
- বেনাপোল কাস্টমসে চলছে কর্মবিরতি
- ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫৬ ফিলিস্তিনি নিহত
- গরমে শরীরে পানিশূন্যতা বাড়ায় যেসব খাবার
- গাজায় বর্বরোচিত হামলা ইসরায়েলের, নিহত ৮১
রোহিঙ্গা প্রত্যাবাসন
আসিয়ান-থাইল্যান্ডের আরও সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর