গত ২৯ অক্টোবর রংপুরে ছিল বিএনপির গণসমাবেশ। সেই সমাবেশে যোগ দিতে ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মো. হাবিবুর রহমানকে ম্যানেজ করে জেলা ছাত্রদলের ১০ নেতা-কর্মী রংপুরের উদ্দেশে যাত্রা করেন। সে কারণে চালক হাবিবুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে গতকাল জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাম্বুলেন্সে বসা ১০ নেতা-কর্মীর একটি সেলফি পোস্ট করা হলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। শনিবার বিকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক বিষয়টি খতিয়ে দেখার জন্য কনসালট্যান্ট ডা. আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে আহ্বায়ক এবং আরএমও ডা. বিশ্বেশ্বর চন্দ্র বর্মণ ও জুনিয়র কনসালট্যান্ট ডা. মাহবুবার রহমানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। অ্যাম্বুলেন্স চালক হাবিবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় এক যুবক এসে বলেন শহরের খানকাহ শরিফ এলাকার রোগীকে অ্যাম্বুলেন্সে করে জেনারেল হাসপাতালে আনতে হবে এবং ডাক্তার দেখিয়ে রংপুরে নিয়ে যেতে হতে পারে। তার কথায় রাজি হয়ে আমি খানকাহ শরিফ এলাকায় গিয়ে দেখি ১০-১২ জন যুবক। তারা দ্রুত অ্যাম্বুলেন্সে উঠে পড়ে এবং রংপুরে নিয়ে যেতে হবে বলে ভয়ভীতি দেখায়। এ সময় তারা মোবাইল ক্যামেরায় অ্যাম্বুলেন্সে বসে ছবি তোলে। একপর্যায়ে আমি অ্যাম্বুলেন্স থেকে নেমে দূরে চলে গেলে তারা অটোরিকশাযোগে অন্যত্র চলে যায়। আমি তখন অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে চলে আসি ও তা জমা দেই। আমি তাদের নিয়ে রংপুর যাইনি। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় ১ জুন
- চাঁপাইনবাবগঞ্জে অবরোধ কর্মসূচি স্থগিত, ট্রেন চলাচল স্বাভাবিক
- এনবিআর ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ: সেলিম রহমান
- ‘এনবিআর কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ কমে যাওয়ার শঙ্কা আছে’
- ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
- ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
- নাম্বার ওয়ান হতে চান মিরাজ
- নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত-পাকিস্তানের
- বিনিয়োগ পরিবেশ তৈরির পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে বিডা'র সভা
- বক্স অফিসে কত আয় করল অজয়ের ‘রেইড টু’?
- দুর্নীতি মামলায় জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গৃহীত
- সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি
- কানাডার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা
- বিশ্বের ‘দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই
- বেনাপোল কাস্টমসে চলছে কর্মবিরতি
- ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫৬ ফিলিস্তিনি নিহত
- গরমে শরীরে পানিশূন্যতা বাড়ায় যেসব খাবার
- গাজায় বর্বরোচিত হামলা ইসরায়েলের, নিহত ৮১
অষ্টম কলাম
অ্যাম্বুলেন্সে ছাত্রদলের নেতা-কর্মী বহন করায় চালককে অব্যাহতি
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর