বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্রাশফায়ারে নিহত ইউপিডিএফ নেতা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা (৫৫) নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে রাঙিপাড়ার সূর্যমণি মূর্তি এলাকায় এ ঘটনা ঘটে।

সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা নানিয়ারচর উপজেলার এগারাল্যা ছড়া গ্রামের বাসিন্দা বিরাজ মোহন চাকমার ছেলে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তিদেব চাকমা এক বিবৃতিতে এ হত্যাকান্ডের জন্য এমএন লারমা গ্রুপের সংস্কারপন্থিদের দায়ী করেছেন। তিনি জানান, নানিয়ারচরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা সাংগঠনিক কাজে রাঙিপাড়ার সূর্যমণি মুর্তি এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে। গুলিতে ঘটনাস্থলেই গিরি চাকমার মৃত্যু হয়। তিনি প্রশাসনের কাছে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নানিয়ারচর থানার ভারপাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, ইউপিডিএফের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর