শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রুপিং থাকলেও আদর্শিক কোনো দ্বন্দ্ব নেই

-সাহাবুদ্দিন আহমেদ মোল্লা

গ্রুপিং থাকলেও আদর্শিক কোনো দ্বন্দ্ব নেই

করোনাভাইরাসের কবলে প্রায় দুই বছর সাংগঠনিক কর্মকান্ড কিছুটা ঝিমিয়ে পড়লেও এখন আবার সরব হয়ে উঠেছে আওয়ামী লীগের রাজনীতি। জাতীয় দিবস ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচি এখন বিস্তৃত হয়েছে ইউনিয়ন পর্যন্ত। তবে মাদারীপুরে রয়েছে আওয়ামী লীগের গ্রুপিং দ্বন্দ্ব। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, অপর গ্রুপে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। জেলা আওয়ামী লীগের বৃহৎ অংশই রয়েছে বাহাউদ্দিন নাছিমের সঙ্গে। এই গ্রুপিং দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই গ্রুপ বিভিন্ন জাতীয় দিবস আলাদা আলাদাভাবে পালন করে। দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ প্রতিদিনের কথা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লার সঙ্গে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সব ইউনিট কমিটি রয়েছে। অধিকাংশ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমাদের দলীয় কর্মকান্ড রয়েছে। আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি রয়েছে। প্রতিটি সংগঠনের কমিটিই শক্তিশালী। আমাদের নেতারা একেবারে প্রত্যন্ত গ্রামে বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এসব কারণে অন্য কোনো দল জনগণের কাছে তেমন পাত্তা পাচ্ছে না।’ গ্রুপিং দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে হাজার হাজার যোগ্য নেতৃত্ব রয়েছে। কিন্তু সবাইকে তো আর সুযোগ দেওয়া যায় না। তাই চাওয়া-পাওয়ার দ্বন্দ্বের কারণে বিভেদ থাকতে পারে। তবে তা আদর্শিক কোনো বিভেদ নয়। গ্রুপিং থাকলেও আদর্শিক কোনো দ্বন্দ্ব নেই জেলা আওয়ামী লীগে।

গ্রুপিং দ্বন্দ্বের প্রভাব আগামী নির্বাচনে পড়বে কি না এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু দ্বন্দ্ব আদর্শিক নয়, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। দলীয় মনোনয়ন যিনিই পাবেন দল তার পক্ষেই কাজ করবে।

সর্বশেষ খবর