বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
কাভার্ড ভ্যান চাপা

রাতে খেলা দেখতে যাওয়ার সময় নিহত দুই বন্ধু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান এলাকায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কভার্ড ভ্যানের চাপায় দুই রিকশা আরোহীর মৃত্যু হয়েছে। তারা হলেন জাকির হোসেন (৩৫) ও জন বিশ্বাস (৪০)।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, রাতে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখবেন বলে দুই বন্ধু আদাবর থেকে রিকশায় টিএসসিতে যাচ্ছিলেন। পথে কলাবাগানে তারা দুর্ঘটনায় পড়েন। মঙ্গলবার  রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের প্রধান সড়কে বেপরোয়া গতির একটি কভার্ড ভ্যান রাসেল স্কয়ার মোড়ে জাকিরদের রিকশাকে চাপা দিয়ে রাসেল স্কয়ার পুলিশ বক্সে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় রাস্তায় থাকা আরও দুজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ওই কভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ কভার্ড ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কলাবাগান থানায় একটি দুর্ঘটনার মামলা করেছে। জাকিরের মামা আসাদুজ্জামান ও জনের ফুপাতো ভাই রাজু বলেন, ওরা দুজন বন্ধু ছিল। আদাবরে অবস্থিত সাকসেস ডেন্টাল ল্যাব নামে এক প্রতিষ্ঠানে ওরা টেকনিশিয়ান হিসেবে কাজ করত। জাকিরের বাবার নাম নাজুমুদ্দিন এবং জনের বাবার নাম পুলিন বিশ্বাস। জাকিরের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে এবং জনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার লাউডোব গ্রামে। ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউসিংয়ের একটি বাসায় তারা একসঙ্গেই থাকতেন। জাকির এক ছেলে ও এক মেয়ের এবং জন এক ছেলে ও দুই মেয়ের পিতা ছিলেন। এ বিষয়ে র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার হোসেন খান বলেন, কলাবাগানে সড়ক দুর্ঘটনায় জড়িত কভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর