বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
জানাজায় বাগবিতণ্ডা

মেয়র-চেয়ারম্যানের পাল্টাপাল্টি জিডি

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের মধ্যে মঙ্গলবার প্রকাশ্যে বাগবিতণ্ডা, ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরবর্তীতে পরশুরাম থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে সামাজিকভাবে মেয়রকে হেয়প্রতিপন্ন করা ও মেয়রের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ এনে জিডি করার প্রতিবাদে গতকাল বণিক সমিতির ব্যানারে উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান গেটে মানববন্ধন হয়েছে। জানা গেছে, মঙ্গলবার পরশুরাম পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মাকসুদের শ্বশুর আবুল বাশারের জানাজায় অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বক্তব্য রাখেন। এ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উভয়পক্ষকে শান্ত করেন। এ ঘটনায় পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার পৌর মেয়র সাজেলসহ চারজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলকে প্রধান করে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী, পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা এনামুল হক এনাম পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে অভিযুক্ত করা হয়েছে। জিডিতে উল্লেখ করেন, মঙ্গলবার দুপুরে পরশুরাম পৌসভার ৮ নম্বর ওয়ার্ড উত্তর গুথুমা গ্রামের আবদুল্লাহ শাহ মাজার মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আবুল বাশারের জানাজায় অংশ নেওয়ার জন্য তিনি সেখানে যান। মৃত ব্যক্তির স্মৃতিচারণায় কিছু বক্তব্য রাখার জন্য মাইক হাতে নিলে হঠাৎ পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল রাজনৈতিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধপরায়ণ হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের দিকে তেড়ে আসেন এবং জোরপূর্বক তার (চেয়ারম্যান) হাত থেকে মাইক ছিনিয়ে নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। তিনি আরও ক্ষিপ্ত হয়ে অপরাপর বিবাদীগণসহ চেয়ারম্যানের গায়ে হাত তুলতে উদ্যত হন। অপরদিকে পরশুরাম পৌর সভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল পরশুরাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরিতে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারকে প্রধান করে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কামাল চেয়ারম্যানের ভাতিজা মো. ইয়াসিন শরীফ মজুমদার, ইয়াছিনের সহযোগী নুরুল ইসলাম সিজন, আবুল কালামসহ চারজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল জিডিতে উল্লেখ করেন আবুল বাশারের জানাজা নামাজের সময় পেরিয়ে গেলেও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার দেরিতে জানাজায় উপস্থিত হয়ে জোরপূর্বক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এতে উপস্থিত মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে চিৎকার শুরু করলে পৌর মেয়র কামাল চেয়ারম্যানকে বক্তব্য দিতে নিষেধ করেন। এতে চেয়ারম্যান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে মেয়রের দিকে তেড়ে আসেন এবং অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং হামলার চেষ্টা করেন। পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার থানায় জিডি করার সত্যতা নিশ্চিত করেছেন। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, একটি জানাজায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার মধ্যে ঝগড়াঝাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় তারা পাল্টাপাল্টি দুটি সাধারণ ডায়েরি করেছেন।

সর্বশেষ খবর