শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

মেয়রের অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া ছেলে আটক

পাবনা প্রতিনিধি

পিতার লাইসেন্স করা অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করার ঘটনায় পাবনার ফরিদপুর পৌর মেয়রের ছেলে কামরুল হাসান সুজয়কে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে ফরিদপুর পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় লাইসেন্সকৃত পিস্তলটিও জব্দ করা হয়। আটক সুজয় ফরিদপুর পৌর সদরের রাউত নাগদাপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা কামরুজ্জামান মাজেদ ফরিদপুর পৌরসভার মেয়র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মেয়রের পুত্র কামরুল হাসান সুজয়ের সঙ্গে উপজেলার পুঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলামের বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল বেলা ১টার দিকে সাজেদুল উপজেলা সদরে এলে কামরুল হাসান সুজয় লোকজন নিয়ে তার ওপর চড়াও হন। এক পর্যায়ে সাজেদুল পালানোর চেষ্টা করলে সুজয় পিস্তল নিয়ে তাকে ধাওয়া করেন। তখন সাজেদুলের লোকজন তাকে পিস্তলসহ ধরে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক ও পিস্তলটি জব্দ করে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে পৌর মুক্তমঞ্চের সামনে প্রতিপক্ষকে পিতার লাইসেন্স করা পিস্তল দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন মেয়রপুত্র কামরুল হাসান সুজয়। এ সময় সেখানে দায়িত্বরত থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। ফরিদপুর পৌর মেয়র কামরুজ্জামান মাজেদ বলেন, এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না তা পুলিশকে খতিয়ে দেখতে বলেছি।

সর্বশেষ খবর