রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

এ সপ্তাহে আরপিও অনুমোদনের আশায় নির্বাচন কমিশন

গোলাম রাব্বানী

চলতি সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাবগুলো অনুমোদন পাওয়ার আশায় রয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রিসভায় অনুমোদন পেলেই সংস্কার প্রস্তাব সংসদে উপস্থাপন করা হবে। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর একগুচ্ছ সংস্কার প্রস্তাব পাঠানো হয় সরকারের কাছে। কয়েক দফা চিঠি চালাচালির পর সবশেষ আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে। রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে সময় বাড়িয়ে ২০৩০ সাল করা, নির্বাচনী অনিয়ম রোধে নানা ধরনের শাস্তি বাড়ানোসহ বেশ কিছু প্রস্তাব রয়েছে। আরপিওর সংস্কার অগ্রগতির বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এ সভায় আমাদের প্রস্তাবগুলো উঠবে। আমরা যা প্রস্তাব করেছি সব আছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে সংসদে পাঠানো হবে।’ সংসদে পাসের সময় ইসির প্রস্তাবনায় সংযোজন বিয়োজন হতে পারে বলে জানান তিনি। তিনি বলেন, এ বছরের শেষ নাগাদ দ্বাদশ সংসদ নির্বাচনের কথা রয়েছে। এর আগেই আইন সংস্কার গেজেট হলে চলবে। এ নির্বাচন কমিশনার জানান, আরপিও সংশোধন হলে এটি যুগান্তকারী আইন হবে এবং এতে প্রার্থী, সমর্থক সবার আচরণগত পরিবর্তন হবে। তিনি বলেন, ‘আমরা অনেক বিষয় চিহ্নিত করে শাস্তির বিধানের সুপারিশ করেছি। ভোটারদের যেন কোনোভাবে বাধা না দেওয়া হয় সেই বিষয়টিও রয়েছে। ফলাফলে কোথাও যদি মেলপ্রক্যাটিস নজরে আসে সেখানে, কমিশনারের হাতে বন্ধ করার ক্ষমতা যেন থাকে, সে বিষয়টাও আছে।’

পাঁচ সিটি ভোট : কোরবানির আগেই পাঁচ সিটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানান রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘কোরবানির আগেই সব সিটি নির্বাচন শেষ করে দেব। কোরবানির পর আমাদের সংসদ নির্বাচনের জন্যই মনোনিবেশ করতে হবে। কারণ অনেক কাজ। অনেক ধরনের বিষয় আছে। গাজীপুর আগে হবে। আর সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত অন্যগুলোর সময় আছে। কিন্তু আমরা অতদূর যাব না।’

২৩ মে থেকে জুনের মধ্যেই পাঁচ সিটির নির্বাচন করার বিষয়ে কমিশন ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ খবর