মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ট্রাম্পের আয়ের ফিরিস্তি সোশ্যাল মিডিয়ায়

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ‘ট্রাম্প ট্রুথ’ থেকে তেমন বেশি আয় করতে পারেননি। তবে একটি ধারণা দিয়েছেন যে, আয়ের পরিমাণ ৫ থেকে ২৫ মিলিয়ন ডলার হতে পারে। গত শুক্রবার ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের আয়ের একটি হিসাব প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এনএফটি থেকে আয় হয়েছে মাত্র ১ মিলিয়ন ডলার। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া কোম্পানিসমূহের ৯০ ভাগের মালিক ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষিত ওই হিসাবে আরও উল্লেখ করা হয়েছে, গত ডিসেম্বরে রিলিজ করা তার ধারাবাহিক ডিজিটাল ট্রেডিং কার্ড থেকেই আয় হয়েছে লাখ ডলার থেকে ১ মিলিয়ন ডলারের মতো। ট্রাম্পের বিভিন্ন অঙ্গভঙ্গির কার্টুন (মহাকাশচারী, কাউবয় এবং সুপার হিরো) ফটোশপে তৈরির পর তা সোশ্যাল মিডিয়ায় রিলিজ করা হয়। হোয়াইট হাউস ত্যাগের পর এটাই হচ্ছে ট্রাম্পের একটি ব্যবসার আয়ের হিসাব- যা সাবমিট করা হয়েছে ফেডারেল ইলেকশন কমিশনে। একই সঙ্গে গতানুগতিক ব্যবসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসা শুরুর তথ্যও প্রকাশ করা হয়েছে। রিয়েল এস্টেট মোগল এবং রিয়েলিটি টিভি স্টার ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফরম চালু করেন ২০২২ সালে। ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে টুইটার, ফেসবুক এবং ইউটিউবে ট্রাম্পকে নিষিদ্ধ করার বছরখানেক পর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরম তৈরি করেছেন। এরই মধ্যে টুইটার, ফেসবুক, ইউটিউব ট্রাম্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবুও ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’কেই নির্ভরযোগ্য প্ল্যাটফরম হিসেবে ভাবছেন এবং সেখান থেকেই সমর্থক, বিশেষ করে সামনের বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

সর্বশেষ খবর