ধান-আলুর জন্য বিখ্যাত জয়পুরহাটে এবার মিষ্টিকুমড়ার বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। বিঘাপ্রতি মাত্র ৩ হাজার টাকা খরচ করে মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকা পর্যন্ত। এতে লাভ থাকছে প্রায় ১০ গুণ। জেলার অনেক কৃষক মিষ্টিকুমড়া চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সরেজমিন জানা গেছে, জয়পুরহাট জেলায় এ বছর প্রায় ২০০ হেক্টর জমিতে মিষ্টিকুমড়া চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। সারা বছর কম-বেশি এর চাষ হলেও আলু রোপণের পর এর চাষ হয় বেশি। কৃষকরা আলু রোপণের কয়েকদিন পর সেই জমিতে মিষ্টিকুমড়ার বীজ রোপণ করেন। তাই জমিতে নতুন করে চাষ করতে হয় না। আলু তোলার পরপর দুই-একবার সার ও সেচ দিলেই কুমড়ার ফলন আসতে শুরু করে। এরপর আরও দুই মাস পর্যন্ত কুমড়া পাওয়া যায়। জেলায় এবার সবচেয়ে বেশি এ ফসলের চাষ হয়েছে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায়। খুচরা বাজারে ২০-৩০ টাকা কেজি দরে কুমড়া বিক্রি হলেও কৃষকরা জানিয়েছেন, তারা ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করছেন মাত্র ৯-১০ টাকা দরে। গত বছর ১৩ থেকে ১৪ টাকা কেজি বিক্রি হলেও এবার প্রায় ৫-৬ টাকা কম। প্রতি হেক্টরে প্রায় ২০ মেট্রিক টন ফলন পাওয়া যায়। ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের জমি থেকে মিষ্টিকুমড়া পাইকারি কিনছেন। যা ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। কৃষকদের অভিযোগ, গত বছরের চেয়ে এবার ফলন কিছুটা কম হয়েছে। এর কারণ মিষ্টিকুমড়ার বীজ। তারা বলছেন, একটি কোম্পানির কাছ থেকে নেওয়া ওই বীজ, ফলন আসার সময় গাছ মরতে শুরু করে। এতে ফলন কম হয়েছে। আক্কেলপুর উপজেলার পূর্ব মাতাপুর গ্রামের কৃষক আফজাল বলেন, ‘এক বিঘা জমিতে প্রথমে আলুর আবাদ করেছিলাম। আলুর সঙ্গেই মিষ্টিকুমড়ার বীজ রোপণ করেছিলাম। আলু তোলার পরপর মিষ্টিকুমড়ার ফলন আসে। এক বিঘায় ২৮ হাজার টাকা বিক্রি করেছি। বিঘায় ২-৩ হাজার টাকা খরচ হয়।’ পাঁচবিবি উপজেলার কদুবাড়ী গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, এই ফসলে একবার সেচ ও কিছু সার দিতে হয়। এতে শ্রমিকসহ সবমিলিয়ে সর্বোচ্চ ৩ হাজার টাকা খরচ হয়। এবার থাইল্যান্ড ও ব্যাংককের মিষ্টিকুমড়া চাষ করেছি। কয়েকদিন আগে ৮ টাকা কেজি বিক্রি করেছি, এখন বাজারদর ১০ টাকা। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রাহেলা পারভীন জানান, জয়পুরহাট জেলায় এবার প্রায় ২০০ হেক্টর জমিতে মিষ্টিকুমড়া চাষ হয়েছে।
শিরোনাম
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর