ধান-আলুর জন্য বিখ্যাত জয়পুরহাটে এবার মিষ্টিকুমড়ার বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। বিঘাপ্রতি মাত্র ৩ হাজার টাকা খরচ করে মিষ্টিকুমড়া বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকা পর্যন্ত। এতে লাভ থাকছে প্রায় ১০ গুণ। জেলার অনেক কৃষক মিষ্টিকুমড়া চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সরেজমিন জানা গেছে, জয়পুরহাট জেলায় এ বছর প্রায় ২০০ হেক্টর জমিতে মিষ্টিকুমড়া চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। সারা বছর কম-বেশি এর চাষ হলেও আলু রোপণের পর এর চাষ হয় বেশি। কৃষকরা আলু রোপণের কয়েকদিন পর সেই জমিতে মিষ্টিকুমড়ার বীজ রোপণ করেন। তাই জমিতে নতুন করে চাষ করতে হয় না। আলু তোলার পরপর দুই-একবার সার ও সেচ দিলেই কুমড়ার ফলন আসতে শুরু করে। এরপর আরও দুই মাস পর্যন্ত কুমড়া পাওয়া যায়। জেলায় এবার সবচেয়ে বেশি এ ফসলের চাষ হয়েছে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায়। খুচরা বাজারে ২০-৩০ টাকা কেজি দরে কুমড়া বিক্রি হলেও কৃষকরা জানিয়েছেন, তারা ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করছেন মাত্র ৯-১০ টাকা দরে। গত বছর ১৩ থেকে ১৪ টাকা কেজি বিক্রি হলেও এবার প্রায় ৫-৬ টাকা কম। প্রতি হেক্টরে প্রায় ২০ মেট্রিক টন ফলন পাওয়া যায়। ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের জমি থেকে মিষ্টিকুমড়া পাইকারি কিনছেন। যা ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। কৃষকদের অভিযোগ, গত বছরের চেয়ে এবার ফলন কিছুটা কম হয়েছে। এর কারণ মিষ্টিকুমড়ার বীজ। তারা বলছেন, একটি কোম্পানির কাছ থেকে নেওয়া ওই বীজ, ফলন আসার সময় গাছ মরতে শুরু করে। এতে ফলন কম হয়েছে। আক্কেলপুর উপজেলার পূর্ব মাতাপুর গ্রামের কৃষক আফজাল বলেন, ‘এক বিঘা জমিতে প্রথমে আলুর আবাদ করেছিলাম। আলুর সঙ্গেই মিষ্টিকুমড়ার বীজ রোপণ করেছিলাম। আলু তোলার পরপর মিষ্টিকুমড়ার ফলন আসে। এক বিঘায় ২৮ হাজার টাকা বিক্রি করেছি। বিঘায় ২-৩ হাজার টাকা খরচ হয়।’ পাঁচবিবি উপজেলার কদুবাড়ী গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, এই ফসলে একবার সেচ ও কিছু সার দিতে হয়। এতে শ্রমিকসহ সবমিলিয়ে সর্বোচ্চ ৩ হাজার টাকা খরচ হয়। এবার থাইল্যান্ড ও ব্যাংককের মিষ্টিকুমড়া চাষ করেছি। কয়েকদিন আগে ৮ টাকা কেজি বিক্রি করেছি, এখন বাজারদর ১০ টাকা। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রাহেলা পারভীন জানান, জয়পুরহাট জেলায় এবার প্রায় ২০০ হেক্টর জমিতে মিষ্টিকুমড়া চাষ হয়েছে।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও তিন জিম্মির মরদেহ
- ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
- আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা